Rathyatra 2024: দক্ষিণ গোয়ার মন্দিরের আদলে তৈরি গোল্ডেন রথ! দেখতে হলে আপনাকে ‌যেতে হবে এই জায়গায় 

Last Updated:

নিম, আকাশমনি ও শাল কাঠ দিয়ে তৈরি এই রথ এবার উত্তরবঙ্গে নজির সৃষ্টি করবে। তৈরি হচ্ছে দক্ষিণ গোয়ার মন্দিরের আদলে তৈরি রথ।

+
রথ 

রথ 

উত্তর দিনাজপুর: রায়গঞ্জে এবার তৈরি হচ্ছে দক্ষিণ গোয়ার আদলে তৈরি গোল্ডেন রথ। রায়গঞ্জের রথযাত্রা এবার নজর কাড়বে ১০ লক্ষ টাকার এই গোল্ডেন রথ। নিম, আকাশমনি ও শাল কাঠ দিয়ে তৈরী এই রথ এবার উত্তরবঙ্গে নজির সৃষ্টি করবে। সোনার রঙে সাজিয়ে এই সুবিশাল রথ এবার শহরের রাস্তা পরিক্রম করে শহরবাসীর নজর করবে এমনটাই দাবি রথ প্রস্তুতকারকদের।
রায়গঞ্জে রথ তৈরির প্রস্তুতি চলছে জোর কদমে। রায়গঞ্জে দেবীনগরের বেলতলা এই রথ বহু পুরনো। জানা যায় এবার এই রথ তৈরি হচ্ছে দক্ষিণ গোয়ার মুরোদেশ্বর মন্দিরের রথের আদলে। রায়গঞ্জ শহরের বুকে চার বছর আগে চম্পক ব্রহ্ম ও তার স্ত্রী মিলে হঠাৎই রথযাত্রা সূচনা করেন। চম্পক ব্রহ্ম জানান, তিন বছর পার হয়েছে গত বছর। এবছর রথ নিয়ে নতুন ভাবনা ছিল। দক্ষিণ গোয়াতে পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে একবার সোনায় মোড়ানো মুরোদেশ্বর মন্দিরের রথটা দেখি। যেটা ভীষণ ভাল লাগে।
advertisement
advertisement
তারপরই বন্ধুদের সহযোগিতায় সেই রথ তৈরির সিদ্ধান্ত নেন তিনি। গত তিন মাস ধরে কাঠমিস্ত্রিরা নিম, আকাশমনি, শাল কাঠ দিয়ে রথ তৈরি করছেন। এখন কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। সোনালী রঙের এই রথ রাস্তায় নামলে রায়গঞ্জবাসীর যে নজর কাড়বে তা বলার অপেক্ষা রাখে না। জানা যায় এই রথ তৈরীর সাথে যুক্ত রয়েছেন ২৬ থেকে ২৭ জন কাঠ মিস্ত্রি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Rathyatra 2024: দক্ষিণ গোয়ার মন্দিরের আদলে তৈরি গোল্ডেন রথ! দেখতে হলে আপনাকে ‌যেতে হবে এই জায়গায় 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement