হোম /খবর /উত্তরবঙ্গ /
সিগারেটের জ্বলন্ত টুকরোয় হাহাকার! শত চেষ্টা করেও কোন‌ও ফল হল না

Uttar Dinajpur News: সিগারেটের জ্বলন্ত টুকরোয় ভয়ঙ্কর সর্বনাশ! পুড়ে ছাই হয়ে গেল বস্তির একের পর এক ঘর

বৃহস্পতিবার দুপুরে ইসলামপুরের কামাতবস্তি সোনাখোদা এলাকার বইসাগু নামে এক ব্যক্তির বাড়িতে প্রথম আগুনের ফুলকি দেখা যায়। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।

  • Share this:

উত্তর দিনাজপুর: সতর্কবার্তায় কান না দেওয়ার চরম পরিণতি। সিগারেটের একটা জ্বলন্ত টুকরো ডেকে আনল চরম সর্বনাশ। ইসলামপুরে জ্বলন্ত সিগারেটের টুকরো থেকে ছড়ানো বিধ্বংসী আগুনে পুরে ছারখার হয়ে গেল বস্তির চারটি বাড়ি। স্থানীয় বাসিন্দারা ও দমকল চেষ্টা করেও ক্ষতির হাত থেকে বস্তিবাসীদের বাঁচাতে পারেনি।

আরও পড়ুন: যোগাসনের মাধ্যমে দিশা দেখাচ্ছেন তিন বোন

বৃহস্পতিবার দুপুরে ইসলামপুরের কামাতবস্তি সোনাখোদা এলাকার বইসাগু নামে এক ব্যক্তির বাড়িতে প্রথম আগুনের ফুলকি দেখা যায়। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা এত বেশি ছিল যে মুহূর্তের মধ্যে পাশের আরও চারটি ঘরে সেই আগুন ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকলকে। খবর পেয়ে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। তারা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে চারটি ঘরের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তার ধারের বাড়ি হওয়ায় পথচলতি কেউ জ্বলন্ত বিড়ি বা সিগারেটের টুকরো বেখেয়ালে ছুঁড়ে দিয়েছিল। আর সেটা থেকেই চারিদিকে ছড়িয়ে পড়ে আগুন। এদিকে হঠাৎ আগুন লেগে সমস্ত কিছু পুড়ে যাওয়ায় মাথায় হাত বস্তির গরিব মানুষের। কী করবেন, কোথায় যাবেন ভেবে পাচ্ছেন না। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

পিয়া গুপ্তা

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Cigarette, Fire Brigade, Islampur, Uttar dinajpur News