Farming Tips: বাড়িতেই ফলাতে পারবেন শিম! তাজা সবজি পড়বে পাতে, অর্থ উপার্জনও হতে পারে, কী ভাবে

Last Updated:

Farming Tips: প্রায় সমস্ত ঋতুতে শিম চাষ করা হয়। কী ভাবে বাড়িতেই ফলানো যায় শিম? জেনে নিন

+
title=

উত্তর দিনাজপুর: আধুনিক পদ্ধতিতে এবার বাড়ির পাশে সামান্য জায়গা থাকলে মাচা লাগিয়ে চাষ করা যাবে শিমের। গ্রামের অধিকাংশ বাড়িতেই আনাচে কানাচে ঘরের চালা-সহ গাছেও শিম চাষ করা হয়। তবে ভাল ফলন পেতে হলে মাচা তৈরি করে সেই মাচায় চাষ করুন শিম।
এখন প্রায় সমস্ত ঋতুতে শিম চাষ করা হয়। অনেকে জৈষ্ঠ্য মাসের মাঝামাঝিতেও আগাম শিম চাষের জন্য প্রস্তুতি শুরু করে দেন।
গ্রীষ্মকালে চৈত্র থেকে জৈষ্ঠ্য এবং শীতকালে আষাঢ় থেকে ভাদ্র মাস শিম চাষের উপযুক্ত সময়।
advertisement
উত্তর দিনাজপুর জেলার মুস্তাফানগরের চাষি চিত্রা সরকার জানান, তিনি এই প্রথম মাচা দিয়ে শিম চাষ করছেন। যায় ফলে শিমের ফলন অধিক হয়েছে। মাচাতে শিম লাগানোর পাঁচ মাস পরে ফলন পাওয়া যায়। চিত্রা  জানান, আষাঢ় মাসে এই শিম লাগানো হয়েছে। কার্তিক মাস থেকে  বাজারে শিম বিক্রি করা শুরু করেছেন।
advertisement
বাজার থেকে ভাল জাতের শিমের বীজ এনে তারপর সেগুলো জমিতে লাগিয়ে এক থেকে দু’মাস পর শিমের চারাগুলি মাচা করে উঠিয়ে দিতে হয়। চারা গজানোর ২৫ থেকে ৩০ দিনের মাথায় ফুল আসে। এরপর দেড় মাস পর থেকেই শিম তোলা শুরু হয়। প্রতি তিন থেকে চার দিন পরপর শিম তুলে বাজারে বিক্রি করা হয়। একটানা ছ’মাস পর্যন্ত শিম ওঠানো যায়।
advertisement
শিম চাষে রোগ পোকার আক্রমণ প্রচুর। তাই ১৫ দিন অন্তর  জমিতে বিষ প্রয়োগ করতে হয়। শিম বাজারে বর্তমানে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়। সংসারের ফাঁকে ফাঁকে সিম চাষ করেই ভাল টাকা উপার্জন করছেন চিত্রা সরকার।
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Farming Tips: বাড়িতেই ফলাতে পারবেন শিম! তাজা সবজি পড়বে পাতে, অর্থ উপার্জনও হতে পারে, কী ভাবে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement