Hooghly News: বাইকে লড়ির ধাক্কা! মৃত্যুর কোলে ঢলে পড়ল তরতাজা প্রাণ, গুরুতর আহত আরও ১

Last Updated:

Hooghly News: সংঘর্ষের জেরে বাইকে থাকা ব্যক্তি রাজ্য সড়কে ছিটকে পড়ে। কিন্তু তাঁদের মধ্যে বাইক চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

আরামবাগ: লরির ধাক্কা প্রাণ কেড়ে নিল এক ব্যক্তির। এই ঘটনায় আহত হন আরও এক ব্যক্তি। শনিবার আরামবাগের সালেপুর পঞ্চায়েতের মানিক পাঠ ঝাউতলা এলাকার ঘটনা। জানা যায়, বাইকে করে দু’জন ব্যক্তি খানাকুলের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগামী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের জেরে বাইকে থাকা ব্যক্তি রাজ্য সড়কে ছিটকে পড়ে। কিন্তু তাঁদের মধ্যে বাইক চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনা নজরে আসতেই স্থানীয়রা তাঁদের উদ্ধার করে আরামবাগ মহকুমা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। রীতিমতো ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা যায়, বাইকে করে যাওয়ার সময় উল্টো দিক থেকে একটি দ্রুতগামী লরির নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে তাঁদের ধাক্কা মারে। ঘটনার বিকট শব্দের আওয়াজ শুনতে পেয়েই তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পাশাপাশি প্রশাসনকে খবর দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় সময় এই এলাকায় দুর্ঘটনা ঘটছে। তাই তাঁরা স্পিড বেকারের দাবি তুলেছেন।
advertisement
পরিবারের কাছে খবর পৌঁছানোর পরে হাসপাতলে এলেও শেষ রক্ষা হয়নি। পুরো ঘটনায় শোকে ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: বাইকে লড়ির ধাক্কা! মৃত্যুর কোলে ঢলে পড়ল তরতাজা প্রাণ, গুরুতর আহত আরও ১
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement