Durga Puja 2023: নেই সকলের ভালবাসার মানুষ 'প্রিয় দা', দাশমুন্সি পরিবারের দুর্গাপুজো আজ স্মৃতি
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Durga Puja 2023: একটা সময় কলিয়াগঞ্জের সকলের প্রাণের পুজো আজ যেন স্মৃতির পাতায়
পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুর: আসন্ন শারদোৎসবকে ঘিরে চারদিকে প্রস্তুতি তুঙ্গে। আকাশে বাতাসে আগমনী সুর বাজছে। সেই সময় কার্যত নিঃস্তব্ধতা প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়িতে। একটা সময় কলিয়াগঞ্জের সকলের প্রাণের পুজো আজ যেন স্মৃতির পাতায়।
প্রসঙ্গত, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের শ্রী কলোনির দাশমুন্সি পরিবারের দুর্গাপুজো একটা সময় গরিব দুঃস্থ থেকে শুরু করে ছোট বড় নেতা-নেত্রী থেকে ভিআইপি সকলের কাছে প্রাণের পুজো ছিল ‘প্রিয়দা’র বাড়ির দুর্গা পুজো হিসেবে।কিন্তু এখন সব কিছুই স্মৃতি।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০১৭ সালের ২০ নভেম্বর প্রয়াত হন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সি।তার পর থেকেই স্ত্রী দীপা দাশমুন্সি ছেলে মিছিলকে নিয়ে দিল্লিতেই থাকেন। পুজো বন্ধ হয়ে গিয়েছে এই বাড়িতে। দাশমুন্সি পরিবারের প্রাচীন পুজো আজ যেন শুধুই স্মৃতি হয়ে রয়েছে কালিয়াগঞ্জের সাধারণ মানুষের কাছে।
advertisement
advertisement
এই পুজোকে ঘিরে একরাশ আবেগ নিয়ে শ্রীকলোনির বাসিন্দা অশোক কুমার দে জানান ‘‘পুজোর কয়েকটা দিন গমগম করা দাশমুন্সি বাড়িতে আজ নিস্তব্ধতা। একসময় আলোয় ভরা পুজো মণ্ডপে দেবীর সামনে ঢাক বাজানো থেকে শুরু করে স্ত্রী দীপাকে সঙ্গে নিয়ে ধুনুচি হাতে আরতি করতেও দেখা গিয়েছিল প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সিকে। নিজের হাতে হাজার হাজার দুঃস্থ বাসিন্দাদের বস্ত্র বিতরণ কিংবা নবমীর দুপুরে দীপা দাশমুন্সির নিজের হাতে খিচুড়ি বিতরণ এসব আজ অতীতের স্মৃতিমাত্র।’’ তাই পুজো এলে আজও মন ভারাক্রান্ত হয়ে ওঠে শ্রীকলোনির বাসিন্দাদের।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 10, 2023 8:38 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Durga Puja 2023: নেই সকলের ভালবাসার মানুষ 'প্রিয় দা', দাশমুন্সি পরিবারের দুর্গাপুজো আজ স্মৃতি
