Coromandel Express Accident: সামনেই বোনের বিয়ে, অভিশপ্ত করমণ্ডলেই ছিলেন দাদা! দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
- Reported by:CHANCHAL MODAK
Last Updated:
Coromandel Express Accident: ওড়িশার বালেশ্বররে ভয়াবহ ট্রেন ঘটনায় গুরুতর জখম চোপড়া ব্লকের চার শ্রমিক
চোপড়া: করমণ্ডলের দুর্ঘটনায় ছেলেরা সুস্থ ভাবে বাড়ি ফিরুক কাতর রাজ্য সরকারের কাছে কাতর আবেদন শ্রমিক পরিবারের। ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে আতঙ্কে রাতভর ঘুম নেই চার শ্রমিকের পরিবারের। ওড়িশার বালসোরে ভয়াবহ ট্রেন ঘটনায় গুরুতর জখম চোপড়া ব্লকের চার শ্রমিক।
ওই চার শ্রমিক ব্যাঙ্গালুরু থেকে যশবন্তপুর এক্সপ্রেস ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। জানা গিয়েছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের আগাগছ গোয়াবাড়ি গ্রামের চার শ্রমিক ব্যাঙ্গালুরুতে শ্রমিকের কাজ করতে গিয়েছিল প্রায় ৭মাস আগে। বোনের বিয়ের জন্য বাড়ি ফিরছিলেন শাহাদাত আমল নামে যুবক। তাঁর সঙ্গে আরও তিনজন একই গ্রামের তাঁরাও ট্রেনে করে বাড়ি ফিরছিলেন।
advertisement
advertisement
শুক্রবার সন্ধ্যায় ৭ টা নাগাদ পরিবারের সদস্যদের কাজে ফোন আসে আপ করমণ্ডল ও ডাউন যশবন্তপুর এক্সপ্রেস বালাসোরের থেকে কিছুটা দূরে ট্রেন দুর্ঘটনা হয়েছে। তাঁরাও গুরুতর ভাবে জখম হয়েছেন। সেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে দিশেহারা পরিবারের সদস্যরা। কান্নায় ভেঙে পড়েন চার জখম শ্রমিকদের পরিবারের সদস্যরা। আতঙ্কে রাতভর ঘুমাতে পারেননি রজ্জাক, শাহাদাত আলম, মিরাজুল ইসলাম, ও হুদা আলম এই চার শ্রমিকের পরিবার।
advertisement
অন্যদিকে খবর পেয়ে সরকারি আধিকারিকেরা জখম শ্রমিকদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গেকথা বলেন। তবে ছেলেরা সুস্থ ভাবে কখন বাড়ি ফিরবে এই আসায় বসে রয়েছেন এই চার শ্রমিকের পরিবার।
advertisement
চঞ্চল মোদক
Location :
Kolkata,West Bengal
First Published :
June 03, 2023 4:17 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Coromandel Express Accident: সামনেই বোনের বিয়ে, অভিশপ্ত করমণ্ডলেই ছিলেন দাদা! দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের