Uttar Dinajpur News: খসে পড়েছে ছাদের চাঙর, ভেঙে পড়েছে জানালার কাচ! এ কী হাল 'প্রয়োজনীয়' এই জায়গার

Last Updated:

Uttar Dinajpur News: রায়গঞ্জ মহাকুমায় হিমঘরের চাহিদা ঊর্ধ্বমুখী। মহাকুমার বিস্তীর্ণ এলাকা জুড়ে আলুর ফলন বেশ ভালই হয় । কিন্তু পর্যাপ্ত হিমঘর না থাকার কারণে তা জমিয়ে রাখতে পারেন না কৃষকরা।

+
সরকারি

সরকারি হিমঘর 

রায়গঞ্জ: খসে পড়েছে ছাদের চাঙর। ভেঙে পড়েছে জানালার কাচ। অবহেলার জেরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে সরকারি হিমঘর। রায়গঞ্জ ব্লকের ১৩ নম্বর কমলাবাড়ী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বোগ্রাম এলাকায় রয়েছে এই সরকারি হিমঘরটি। রাজ্য সড়ক সংলগ্ন এই হিমঘরটি বর্তমানে আগাছায় ঢেকে গিয়েছে। দেখভালের অভাবে হিমঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু তবুও এই হিমঘরটিকে গতিশীল করতে কোনও উদ্যোগ নেই কর্তৃপক্ষের।
জানা গিয়েছে, আজ থেকে ৩০ বছর আগে বাম আমলে ব্যক্তিগত মালিকানা থেকে এই প্রকল্পটিকে কিনে নেয় জেলা রেগুলেটেড মার্কেট কর্তৃপক্ষ। সে সময় আশায় বুক বাঁধছিলেন রায়গঞ্জ মহাকুমার কৃষকরা। কিন্তু সেই আশায় ছাই। সরকারি আয়ত্বে আসার পর আর কোন উদ্যোগই দেখা যায়নি এই হিমঘরটিকে ঘিরে। অবহেলার কারণে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে সরকারি এই সম্পত্তি। সরকার পরিবর্তন হলেও জেলার হিমঘরটির কোনও পরিবর্তন হয়নি। এই বেহাল অবস্থায় একই থেকে গিয়েছে এই পরিত্যক্ত ভবন। এখন সেটি সমাজ বিরোধীদের আখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা। বসছে নেশার আসর।
advertisement
advertisement
রায়গঞ্জ মহাকুমায় হিমঘরের চাহিদা ঊর্ধ্বমুখী। মহাকুমার বিস্তীর্ণ এলাকা জুড়ে আলুর ফলন বেশ ভালই হয় । কিন্তু পর্যাপ্ত হিমঘর না থাকার কারণে তা জমিয়ে রাখতে পারেন না কৃষকরা। এই মহাকুমায় মাত্র একটি হিমঘর রয়েছে। যা প্রয়োজনের তুলনায় নগণ্য। কৃষকরা সেখানে আলু স্টোর করে লাভবান হতে পারতেন। কিন্তু বছর খানিক ধরে হিমঘরটি বন্ধ হয়ে পড়ে রয়েছে।এই পরিস্থিতিতে হিমঘরটি চালুর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। অন্য দিকে, এ বিষয়ে জেলা রেগুলেটেড মার্কেটিংয়ের সচিব অশিত বোর জানান, হিমঘরের উন্নয়নের জন্য রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে এখনো কোনো সারা পাওয়া যায়নি।
advertisement
পিয়া গুপ্তা
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: খসে পড়েছে ছাদের চাঙর, ভেঙে পড়েছে জানালার কাচ! এ কী হাল 'প্রয়োজনীয়' এই জায়গার
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement