Akshay Tritiya: কমেছে সোনার দাম, অক্ষয় তৃতীয়ায় সোনার দোকানে উপচে পড়া ভিড়
- Published by:Debalina Datta
Last Updated:
Akshay Tritiya: অক্ষয় তৃতীয়ার সকাল থেকেই ভিড় সোনার দোকানগুলিতে। অক্ষয় তৃতীয়ায় গয়নার মজুরির উপর রয়েছে বিশেষ ছাড়।
কালিয়াগঞ্জ: একদিকে ইদ অন্যদিকে অক্ষয় তৃতীয়া তাই এই উৎসবের মরশুমে সকাল থেকেই সোনার দোকানে ভিড় । এদিকে বৈশাখ মাসও পড়ে গিয়েছে। আর বৈশাখ মাস মানেই কিন্তু বিয়ের মরশুম। বিয়ে উপলক্ষে কনের গয়না থেকে শুরু করে উপহারের জন্য খুচরো গয়না তালিকায় থেকেই যায়। তাই অক্ষয় তৃতীয়ার দিনই অনেকেই নিজেদের বিয়ে বাড়ির গয়না কিনে নিচ্ছেন।
প্রথা ও বিশ্বাস অনুযায়ী অক্ষয় তৃতীয়ার দিন সাধ্যমত সোনা কেনেন অনেক মানুষ। কারণ, তাঁরা বিশ্বাস করেন যে, নতুন করে কিছু শুরু করার জন্য শুভ সময় হল এই দিনটি এবং এই দিনে সোনা কিনলেই ঘরে প্রবেশ করবেন মা লক্ষ্মী। আর এতেই অক্ষয় হয় সৌভাগ্য। তাই এই দিনে বাঙালিদের সোনা কেনা চাই অবশ্যই।
advertisement
আরও দেখুন
advertisement
তাই আজ অক্ষয় তৃতীয়ার সকাল থেকেই ভিড় কালিয়াগঞ্জ সোনার দোকানগুলিতে। অক্ষয় তৃতীয়ায় প্রতিটা গয়নার মজুরির উপর রয়েছে বিশেষ ছাড়। কালিয়াগঞ্জ এর এক সোনার গয়না বিক্রেতা পার্থ সাহা জানান এই অক্ষয় তৃতীয়ায় তাদের দোকানে সোনার গয়নার উপর ২৫ শতাংশ ছাড় রয়েছে।
কালিয়াগঞ্জের সোনার দোকানে আসা একজন ক্রেতা পম্পি সাহা বলেন, ‘‘অক্ষয় তৃতীয়ার পাশাপাশি আজ যেহেতু সোনার দোকানগুলি ভাল ডিসকাউন্ট দিচ্ছে এই সময় সোনা কিনলে অনেকটাই ভাল লাভবান হব।’’ দামে অন্যান্য দিনের তুলনায় যেহেতু কম তাই অক্ষয় তৃতীয়ার এই দিনটিকেই সোনা কেনার জন্য বেছে নিয়েছি সোনার গয়নার উপর এই ডিসকাউন্ট নিতে দোকানে দোকানে ভিড় ক্রেতাদের।
advertisement
Piya Gupta
Location :
Kolkata,West Bengal
First Published :
April 23, 2023 3:09 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Akshay Tritiya: কমেছে সোনার দাম, অক্ষয় তৃতীয়ায় সোনার দোকানে উপচে পড়া ভিড়