Uttar Dinajpur News: দেশ রক্ষার কাজ থেকে অবসর পেয়ে এখন পরিবেশ রক্ষার হাল ধরলেন রায়গঞ্জের এই মেজর

Last Updated:

সেনা কর্মীতে অবসর পেয়ে পরিবেশ রক্ষায়  ২০০০ হাজারেরও বেশি গাছ নিজের ছাদ বাগানে লাগিয়েছেন রায়গঞ্জের বিননগর এর বাসিন্দা কমলেশ বাবু।

+
গাছ

গাছ পরিচর্যায় কমলেশ নন্দী 

উত্তর দিনাজপুর: দেশ রক্ষার পর এখন পরিবেশ রক্ষার যুদ্ধে শামিল মেজর কমলেশ নন্দী। সেনা কর্মীতে অবসর পেয়ে পরিবেশ রক্ষায় ২০০০ হাজারেরও বেশি গাছ নিজের ছাদ বাগানে লাগিয়েছেন কমলেশ নন্দী। শুধু নিজের বাড়ি নয় উত্তর দিনাজপুর রায়গঞ্জ পৌর এলাকার মূল রাস্তার পাশেও প্রতিদিন গাছ লাগিয়ে চলছেন মেজর কমলেশ বাবু। নিজে গাছ লাগানোর পাশাপাশি মানুষকে বিনামূল্যে গাছ বিতরণ করেন মেজর কমলেশ নন্দী।
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিননগর এর বাসিন্দা কমলেশ বাবু তার তিন তলা বাড়ির সম্পূর্ণটাই বানিয়েছেন ছাদ বাগান। ফুল গাছের পাশাপাশি তার সেই ছাদ বাগানে রয়েছে ঔষধি বিভিন্ন ধরনের ফল ও সবজির গাছ। প্রায় ২০০০ এরও বেশি প্রজাতির গাছ তার সেই ছাদ বাগানে রয়েছে। এই গাছগুলি যত্ন ও পরিচর্যা সম্পূর্ণটাই করেন কমলেশ বাবু নিজের হাতে।
advertisement
আরও পড়ুনঃ দরিদ্র গর্ভবতী মহিলারা পাচ্ছেননা টাকা! ফিল্ডে কাজ করতে গিয়ে হেনস্থার শিকার আশা কর্মীরা
কমলেশ বাবুর একটাই লক্ষ্য যানবাহনের ধোঁয়া, ধুলো আর কল-কারখানার দূষণে ভরা শহরকে সবুজের আচ্ছাদন দেওয়া। কমলেশ বাবু জানান, কৃষক পরিবারে জন্ম তাঁর। তাই ছোট থেকেই গাছের প্রতি ভালোবাসা। তবে কাজের সূত্রে বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হওয়ায় সেই ভাবে গাছ লাগাতে পারেননি তখন।
advertisement
advertisement
তবে চাকরি জীবনে সেই ভাবে গাছ লাগানো সম্ভব না হলেও চাকরি থেকে অবসর পাওয়ার পর কমলেশ বাবুর জীবনে একমাত্র কাজ বিভিন্ন ধরনের গাছ কেনা ও তাকে বড় করে তোলা। কমলেশ বাবু বহু জায়গায় সেই গাছগুলো বিনামূল্যে দান করেন। তাছাড়া দূর-দূরান্তের মানুষকে পার্সেল করেও তিনি গাছের চারা ও বীজ পাঠান।
পিয়া গুপ্তা
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: দেশ রক্ষার কাজ থেকে অবসর পেয়ে এখন পরিবেশ রক্ষার হাল ধরলেন রায়গঞ্জের এই মেজর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement