‘মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁকে দশটি প্যাকেটে কী দিয়েছিল সাহারা গোষ্ঠী ?’ ট্যুইটে প্রধানমন্ত্রীকে প্রশ্ন রাহুলের

Last Updated:

মোদির ব্যঙ্গের কিছুক্ষণের মধ্যেই পাল্টা আক্রমণ করলেন কগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধি ৷ মোদির উপর দুর্নীতির অভিযোগ জানিয়ে প্রশ্ন করলেন গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁকে দশটি প্যাকেটে কী দিয়েছিল সহারা গোষ্ঠী।

#নয়াদিল্লি: মোদির ব্যঙ্গ সত্ত্বেও নাছোড় রাহুল। এবার উত্তরপ্রদেশের বাহারাইচের সভায় কংগ্রেস সহ-সভাপতির তোপ, প্রধানমন্ত্রী মজা করুন, কিন্তু, তিনি দুর্নীতিতে জড়িয়ে কিনা তার জবাব দিন। দেশের মানুষ তা জানতে চায়। রাহুলের অভিযোগ, প্রধানমন্ত্রী, সাহারা-বিড়লার থেকে ঘুষ নিয়েছেন।
মোদির ব্যঙ্গের কিছুক্ষণের মধ্যেই পাল্টা আক্রমণ করলেন কগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধি ৷ মোদির উপর দুর্নীতির অভিযোগ জানিয়ে প্রশ্ন করলেন  গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁকে দশটি প্যাকেটে কী দিয়েছিল সহারা গোষ্ঠী। সাহারার যা নথি পাওয়া গিয়েছে, তাতে আয়কর দফতরের সই আছে। ৬ মাসে ৯ বার মোদীকে কয়েক কোটি টাকা দিয়েছে সহারা, ওই নথির ভিত্তিতে দাবি রাহুলের।
advertisement
advertisement
এদিন তার ট্যুইটারে একটি নথি আপলোড করেছিলেন তিনি ৷ রাহুল গান্ধি ট্যুইটে বলে, ‘মোদিজি প্রথমে এটা তো বলুন ২০১২/১৩ সালে এই ১০টি প্যাকেটে কী ছিল ?
advertisement
সম্প্রতি সংসদ নয়, গুজরাটের মাটিতে দাঁড়িয়েই মোদির বিরুদ্ধে ব্যক্তিগত দুর্নীতির অভিযোগ তুলেছেন রাহুল গান্ধি। কংগ্রেস সহ সভাপতির অভিযোগ, ২০১৩-১৪ সালে সাহারা গোষ্ঠীর থেকে ছ'মাসে ন'বার ঘুষ নিয়েছেন প্রধানমন্ত্রী। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন ২৫ কোটি টাকার ঘুষ নিয়েছেন বিড়লা গোষ্ঠীর থেকেও। মেহসেনার সভা থেকে নিরপেক্ষ তদন্তেরও দাবি তোলেন রাহুল।
বৃহস্পতিবার রাহুলের অভিযোগের পাল্টা জবাব দেন মোদি ৷ ঘুষের প্রসঙ্গেকে এড়িয়ে  রাহুল গান্ধিকে ব্যঙ্গ, কটাক্ষ করতেই খরচ হল নরেন্দ্র মোদির ভাষণের বড় অংশ।
view comments
বাংলা খবর/ খবর/Uncategorized/
‘মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁকে দশটি প্যাকেটে কী দিয়েছিল সাহারা গোষ্ঠী ?’ ট্যুইটে প্রধানমন্ত্রীকে প্রশ্ন রাহুলের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement