যে কোনও সরকারি চাকরির পরীক্ষায় বসার আগে এই দশটি GK-র প্রশ্ন জেনে নেওয়াটা must!
- Published by:Debalina Datta
Last Updated:
ইতিহাস, শিল্প ও সংস্কৃতি, পরিবেশ, রাজনীতি ইত্যাদির সঙ্গে সম্পর্কিত জিকের ১০টি প্রশ্ন আপনার জন্য আমরা এনেছি যা প্রতিযোগিতামূলক পরীক্ষায় জেনে নেওয়া অত্যন্ত আবশ্যক৷
#কলকাতা: ব্যাঙ্ক, এসএসসি, রেলওয়ে, সিভিল সার্ভিসেস ইত্যাদি সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবশ্যই সাধারণ জ্ঞান বা জিকের (GK) প্রশ্ন করা হয়। সুতরাং, সরকারি চাকরিতে সাফল্য নিশ্চিত করার জন্য, এর প্রস্তুতি অনেক আগে থেকে নেওয়া জরুরি। ইতিহাস, শিল্প ও সংস্কৃতি, পরিবেশ, রাজনীতি ইত্যাদির সঙ্গে সম্পর্কিত জিকের ১০টি প্রশ্ন আপনার জন্য আমরা এনেছি যা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহায়তা করবে।
১) সিসা সংগ্রহকারী ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়?
(ক) নাইট্রিক এসিড
advertisement
(খ) সালফিউরিক অ্যাসিড
(গ) হাইড্রোক্লোরিক অ্যাসিড
(ঘ) অ্যাসিটিক এসিড
উত্তর (খ) সালফিউরিক অ্যাসিড
২) নাইট্রোজেন কে আবিষ্কার করেছিলেন?
(ক) হাইজনবার্গ
(খ) ফ্যারাডে
(গ) হুক
(ঘ) রাদারফোর্ড
উত্তর - (ঘ) রাদারফোর্ড
৩) নিম্নলিখিত উত্তরের মধ্যে কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র কোনটি?
advertisement
ক) প্লাজমা
(খ) নিউক্লিয়াস
(গ) লাইসোজোম
(ঘ) ক্রোমোজোম
উত্তর- (খ) নিউক্লিয়াস
৪) কোন বর্ণ বা রঙ বর্ণান্ধ (কালার ব্লাইন্ড) ব্যক্তি আলাদা করতে সক্ষম হয় না?
(ক) লাল-সবুজ
(খ) কালো-হলুদ
(গ) হলুদ-সাদা
(ঘ) সবুজ-নীল
উত্তর- (ক) লাল-সবুজ
৫) আয়রনের অভাবে বা ঘাটতির কারণে কোন রোগ হয়?
(ক) টিটানি
(খ) বেরিবেরি
(গ) কাওশিওরকর
advertisement
(ঘ) রক্তাল্পতা
উত্তর- (ঘ) রক্তাল্পতা
৬) কোন ভিটামিনের ঘাটতি রাতে অন্ধত্ব বা রাতকানা রোগের জন্য দায়ী?
(ক) ভিটামিন সি
(খ) ভিটামিন কে
(গ) ভিটামিন বি১
(ঘ) ভিটামিন এ
উত্তর - (ঘ) ভিটামিন এ
৭) আলু সবজি আসলে কী?
(ক) কাণ্ড
(খ) মূল
(গ) কুঁড়ি
(২) ফল
উত্তর- (ক) কাণ্ড
৮) রেশম কিট কোন জাতীয় পাতায় অতি দ্রুত বড় হয়?
advertisement
(ক) কারি পাতা
(খ) তুলসী পাতায়
(গ) গোলাপ
(ঘ) তুঁত গাছের পাতা
উত্তর - (ঘ) তুঁত গাছের পাতা
৯) মহাকাশে গিয়েছিলেন প্রথম কোন ভারতীয়?
(ক) রাকেশ শর্মা
(খ) কপিলেশ ত্রিপাঠী
(গ) বিদ্যুৎ মিশ্র
(ঘ) ইশ কুমার
উত্তর- (ক) রাকেশ শর্মা
১০) মহাকাশে যাওয়ার জন্য প্রথম ব্যক্তি কে ছিলেন?
(ক) ইউরি রটজেন
advertisement
(খ) ইউরি গ্যাগরিন
(গ) উরিস চুই
(ঘ) ইউরিস মাহাতিন
উত্তর- (খ) ইউরি গ্যাগরিন
Location :
First Published :
May 06, 2021 4:48 PM IST
বাংলা খবর/ খবর/Uncategorized/
যে কোনও সরকারি চাকরির পরীক্ষায় বসার আগে এই দশটি GK-র প্রশ্ন জেনে নেওয়াটা must!