OPSC Recruitment 2021: Job Vacancy খুঁজছেন, সরকারি চাকরিতে জিওলজিস্টদের জন্য বিজ্ঞপ্তি

Last Updated:

চাকরি ( Job) খুঁজছেন? আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৫ সেপ্টেম্বর থেকে, চলবে আগামী ২৯ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত।

opsc recruitment 2021:  application for 36 geologist posts started -Photo- Representative
opsc recruitment 2021: application for 36 geologist posts started -Photo- Representative
#ভুবনেশ্বর: সম্প্রতি ওড়িশা পাবলিক সার্ভিস কমিশনের (Odisha Public Service Commission) অধীনস্থ ওড়িশা গ্রাউন্ড ওয়াটার জিওলজিস্ট সার্ভিসে (Odisha Ground Water Geologist Service) জিওলজিস্ট পদে নিয়োগের (Job Vacancy) জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা OPSC-র অফিসিয়াল ওয়েবসাইটে opsc.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
OPSC Recruitment 2021: আবেদনের তারিখ
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৫ সেপ্টেম্বর থেকে, চলবে আগামী ২৯ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে OPSC-র অফিসিয়াল ওয়েবসাইটেই প্রার্থীরা আবেদনপত্র পেয়ে যাবেন।
advertisement
advertisement
OPSC Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
কমিশনের তরফে জানানো হয়েছে, গ্রুপ- এ (JB) পদের জন্য মোট ৩৬টি শূন্যপদ (Job Vacancy) রয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ওড়িশা পাবলিক সার্ভিস কমিশন (OPSC)
পদের নাম: জিওলজিস্ট
শূন্যপদের সংখ্যা: ৩৬
কাজের স্থান: ওড়িশা
কাজের ধরন: সরকারি কাজ
নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ
advertisement
আবেদন প্রক্রিয়া শুরু: ১৫.০৯.২০২১
শিক্ষাগত যোগ্যতা: জিওলজি/ অ্যাপ্লায়েড জিওলজি অথবা আর্থ সায়েন্সে মাস্টার্স ডিগ্রি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন করতে হবে
আবেদনের শেষ দিন: ২৯.১০.২০২১
OPSC Recruitment 2021: বয়সসীমা
১ জানুয়ারি, ২০২১ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর এবং সর্বনিম্ন ২১ বছর ধার্য করা হয়েছে।
OPSC Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
advertisement
প্রার্থীদের সরকার স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে জিওলজি/ অ্যাপ্লায়েড জিওলজি অথবা আর্থ সায়েন্সে অন্তত পক্ষে সেকেন্ড ক্লাস মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
OPSC Recruitment 2021: আবেদন ফি
প্রার্থীদের আবেদন ফি বাবদ ৫০০ টাকা দিতে হবে। ওড়িশায় বসবাসকারী তফসিলি জাতি ও উপজাতি প্রার্থীদের এবং শারীরিক প্রতিবন্ধীদের কোনও আবেদন ফি লাগবে না।
advertisement
OPSC Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
উল্লিখিত পদে নিয়োগের জন্য মূলত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।
OPSC Recruitment 2021: কী ভাবে আবেদন করতে হবে?
প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটের হোমপেজে গিয়ে "APPLY ONLINE" অপশনের 'New User' লিঙ্কে ক্লিক করতে হবে। সেখানে প্রাপ্ত "Geologists in Group-A-Junior Branch (GEO)" লিঙ্কটিতে ক্লিক করে "Proceed to Registration"-এর "Ok" অপশনে ক্লিক করে আবেদনপত্রটি সম্পূর্ণ পূরণ করে জমা দিতে হবে। প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/Uncategorized/
OPSC Recruitment 2021: Job Vacancy খুঁজছেন, সরকারি চাকরিতে জিওলজিস্টদের জন্য বিজ্ঞপ্তি
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement