• Home
 • »
 • News
 • »
 • uncategorized
 • »
 • প্রিয়াঙ্কার তখন ১৭ বছর বয়স, বিয়ে করতে চেয়েছিলেন শাহরুখ ! ভিডিও ভাইরাল

প্রিয়াঙ্কার তখন ১৭ বছর বয়স, বিয়ে করতে চেয়েছিলেন শাহরুখ ! ভিডিও ভাইরাল

 • Share this:

  #মুম্বই: নিক জোনাসের সঙ্গে সুখেই ঘর সংসার করছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ দিন দিন যে নিক ও প্রিয়াঙ্কার প্রেমের জ্বর বাড়ছে, তা বোঝা যায় প্রিয়াঙ্কার ইনস্টাগ্রাম পোস্ট থেকেই ৷ রোজ রোজই নিকের সঙ্গে অন্তরঙ্গ হয়ে নিজেদের প্রেমের প্রকাশ করে চলেছেন প্রিয়াঙ্কা-নিক ৷ ঠিকই এরই মাঝখানে হঠাৎ করে ইন্টারনেটে উদয় হল নতুন কাণ্ড ! একটি ভিডিও ঝড় তুলল প্রিয়াঙ্কার জীবনে ৷ পুরনো কাসুন্দি ঘেঁটে বেরিয়ে এল বিড়াল ! ব্যস, এক সেকেন্ডেই পুরো ভাইরাল ভিডিও ৷

  গপ্পোটা বেশ পুরনো ৷ ২০০০ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়ে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ আর সেখানেই বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, শাহরুখ খান ৷ প্রিয়াঙ্কাকে সোজাসুজি প্রশ্ন করেছিলেন শাহরুখ ! তুমি কী আমাকে বিয়ে করবে? আর উত্তর যদি না হয়, তাহলে কাকে বিয়ে করতে চাইবে ?

  শাহরুখের মুখে প্রশ্ন শুনে কিছুটা হলেও হতবাক হয়েছিলেন প্রিয়াঙ্কা ৷ তবে অবশেষে উত্তর দিয়েছিলেন জমিয়ে !

  কী বলেছিলেন প্রিয়াঙ্কা ? দেখুন সেই ভিডিও----

  First published: