জয়পুরিয়া কলেজের অধ্যক্ষকে মারধরের অভিযোগ
Last Updated:
কেশপুর বা শান্তিপুর কলেজের ছবি এবার জয়পুরিয়া কলেজে ৷ ওফের আক্রান্ত কলেজের অধ্যক্ষ ৷
#কলকাতা: কেশপুর বা শান্তিপুর কলেজের ছবি এবার জয়পুরিয়া কলেজে ৷ ওফের আক্রান্ত কলেজের অধ্যক্ষ ৷ এবার জয়পুরিয়া কলেজ ৷ সোমবার কলেজের অধ্যক্ষকে মারধরের অভিযোগ উঠেছে ৷ বাড়িতে ঢোকার সময় তাকে মারধর করা হয়েছে ৷ চিঠি লিখে নারকেলডাঙা থানায় অভিযোগ জানান জয়পুরিয়ার অধ্যক্ষ ৷ মুখে কাপড় বেঁধে একদল যুবক হামলা চালায় তার উপরে ৷
জানা গিয়েছে, দুপুর ১.৫০ নাগাদ বাড়ি থেকে কলেজে উদ্দেশ্যে রওনা দেন অধ্যক্ষ অশোক মুখোপাধ্যায়। রাজা দীনেন্দ্র স্ট্রিটে যানজটে আটকে পরে গাড়ি। অভিযোগ, তখনই চড়াও হয় রুমালে মুখ ঢাকা ২০-২২ বছরের দুই যুবক। গাড়ি লক করা না দরজা খুলে তাকে মারধর করা হয় ৷ এরপর থানায় অভিযোগ জানিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি ৷ নারকেলডাঙা থানার আধিকারিকরা জানিয়েছেন, তারা এলাকার CCTV ফুটেজ খতিয়ে দেখছে।
advertisement
ঘটনার পর অশোক মুখোপাধ্যায় জানান, ‘এই ঘটনা অনভিপ্রেত, আমি হতচকিত ৷ গাড়ির দরজা খুলেই মারধর শুরু করে ৷ মুখে কাপড় বাঁধা ছিল সকলের ৷ ভয় পাচ্ছি না, রোজ কলেজে যাব ৷ কলেজের সঙ্গে সম্পর্ক আছে কিনা জানি না ৷ আমার জীবনে এমন ঘটনা প্রথম ঘটল ৷’
advertisement
কয়েকদিন আগেই ছাত্র সংঘর্ষ, বহিরাগতদের তাণ্ডব, ভাইস প্রিন্সিপালকে মারধরের অভিযোগ। উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে। ঘটনার জেরে বন্ধ রাখতে হয় পঠনপাঠন।
advertisement
এর কয়েকদিন আগে অধ্যাপককে গান পয়েন্টে হুমকি দেওয়ার ঘটনা ঘটে শান্তিপুর কলেজে ৷ কলেজে ঢোকার সময় অঙ্কের অধ্যাপক অমরজিৎ কুণ্ডুকে মারধরের অভিযোগ উঠেছিল। তবে এখানেই শেষ নয় ৷ সটান টিচার্স রুমে ঢুকে তাঁর মাথায় রিভলভার ঠেকিয়ে হুমকি ও মারধরের অভিযোগ উঠেছিল কুড়ি থেকে বাইশ জন বহিরাগতর বিরুদ্ধে।৷ গত কয়েক মাসে বিভিন্ন কলেজে অধ্যক্ষ ও অধ্যাপকদের নিগ্রহেরর অভিযোগ উঠেছে বারবার।
Location :
First Published :
September 13, 2016 7:56 AM IST