তাপস মল্লিক সহ ধৃত ৪ জনকে হেফাজতে নিল CID

Last Updated:

ডায়মন্ডহারবার ছাত্র খুনের ঘটনায় ধৃত তাপস মল্লিক সহ অভিযুক্ত ছয় জনকে আনা হল ভবানীভবনে ৷ রবিবারই ধৃতদের নিজেদের হেফাজতে নিল সিআইডি ৷ কৌশিক পুরকায়েতের মৃত্যুর আসল কারণ জানতে মূল অভিযুক্ত তাপস মল্লিক সহ ওই ছয় জনকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি ৷ ডায়মন্ড হারবার থানা থেকে অভিযুক্ত ছয়জনকে এদিন নিয়ে আসা হয় ভবানী ভবনে ৷

#কলকাতা: ডায়মন্ডহারবার ছাত্র খুনের ঘটনায় ধৃত তাপস মল্লিক সহ অভিযুক্ত ছয় জনকে আনা হল ভবানীভবনে ৷ রবিবারই ধৃতদের নিজেদের হেফাজতে নিল সিআইডি ৷ কৌশিক পুরকায়েতের মৃত্যুর আসল কারণ জানতে মূল অভিযুক্ত তাপস মল্লিক সহ ওই ছয় জনকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি ৷ ডায়মন্ড হারবার থানা থেকে অভিযুক্ত ছয়জনকে এদিন নিয়ে আসা হয় ভবানী ভবনে ৷
শনিবার জেরা পর্বচলাকালীন ধর্মীয় ভাবাবেগ ও জনরোষকে হাতিয়ার করে নিজেকে নির্দোষ প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করে গিয়েছেন মূল অভিযুক্ত তাপস মল্লিক ৷ এদিনও ভবানী ভবনে ঢোকার সময় তাপস মল্লিক দাবি করেন, আমার কোনও দোষ নেই ৷’
গত ৯ মে রাতে ডায়মন্ডহারবারের হরিণডাঙা পঞ্চায়েত এলাকায় কোনও প্রমাণ ছাড়াই মোষ চোর অপবাদের অজুহাতে কৌশিক পুরকায়েত নামে দ্বিতীয় বর্ষের ওই ছাত্রকে বেধড়ক মারধর করা হয় ৷ মৃত ছাত্রের বাড়ি মন্দিরবাজারের গুমটিতে ৷ দঃ বারাসত কলেজে বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল সে ৷ ছুটিতে বাহাদুরপুরে মাসির বাড়িতে ঘুরতে এসেছিলেন তিনি ৷ ছেলেকে বাঁচাতে কৌশিকের মা সেখানে গেলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ ৷ আহত কৌশিককে হাসপাতালে নিয়ে যেতে চাইলে সেখানেই ফেলে রেখে দেড় লক্ষ টাকাও চাওয়া হয় ৷ টাকা দেওয়ার আশ্বাস দিলে ছেড়ে দেওয়া হয় কৌশিককে। এরপর প্রথমে ডায়মন্ড হারবার হাসপাতাল ও পরে কলকাতার এসএসকেএমে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় কৌশিকের। এই ঘটনায় দশজনের নামে অভিযোগ দায়ের হলেও মূলত অভিযোগের আঙুল ওঠে তৃণমূল পঞ্চায়েত সদস্য তাপস মল্লিকের দিকে ৷ এমনকি মূল অভিযুক্তের বিরুদ্ধে পুরানো পারিবারিক শত্রুতার জেরে কৌশিককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে ৷
advertisement
বাংলা খবর/ খবর/Uncategorized/
তাপস মল্লিক সহ ধৃত ৪ জনকে হেফাজতে নিল CID
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement