পেনাল্টি মিস, ট্র্যাজিক হিরো মেসি, রোনাল্ডো কিন্তু মেসির চেয়ে এগিয়ে
Last Updated:
ম্যাচ শেষে মেসির করুণ মুখটাই বলে দিচ্ছে পুরো কাহিনি ৷ আইসল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিসটাই যেন নব্বই মিনিট শেষে সবচেয়ে বড় হয়ে দাঁড়ালো ৷
#মস্কো : ম্যাচ শেষে মেসির করুণ মুখটাই বলে দিচ্ছে পুরো কাহিনি ৷ আইসল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিসটাই যেন নব্বই মিনিট শেষে সবচেয়ে বড় হয়ে দাঁড়ালো ৷ মেসি এর আগেও পেনাল্টি মিস করেছেন বড় মঞ্চে ৷
কোপা আমেরিকার ফাইনালে তিনি পেনাল্টি মিস করেছিলেন ৷ চিলির কাছে কাপ খুইয়েছিল আর্জেন্টিনা ৷ আর আইসল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বে মেসির পেনাল্টি মিসটাই আবার সেই কালো ইতিহাসকে মনে করিয়ে দিল ৷
এদিনের ম্যাচে মেসিকে এমনভাবেই মার্ক করেছিলেন আইসল্যান্ডের ডিফেন্ডাররা যে তাঁকে নড়তেও দেওয়া হচ্ছিল না ৷ তাঁরাও বিশ্বমঞ্চে খেলতে এসেছে ৷ তাঁরাও স্ট্র্যাটেজি নেবে সেটা নিঃসন্দেহে ঠিক ৷ কিন্তু যখন পেনাল্টি -র সুযোগ এল তখন মেসি পেনাল্টি নেবেন সেটা সেভ হবে এমনটা ভাবতে আর্জেন্টিনা ফ্যানদের নিঃসন্দেহে নিদারুণ কষ্ট হয় ৷ আর সেটাই হল ৷ কষ্টটা আরও বোধহয় দ্বিগুণ কারণ একদিন আগেই বিশ্বফুটবলে মেসির সবচেয়ে বড় প্রতিপক্ষ রোনাল্ডো স্পেনের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করেছেন ৷ আবার দুরন্ত ফ্রি কিকে দলকে সমতায় ফিরিয়েছেন ৷
advertisement
advertisement
আর এদিন ফ্রি কিকেও মেসি ম্যাজিক হল কই ৷ এটাই প্রমাণ হল মেসি রক্ত মাংসের মানুষ ৷ তাঁকেও কাবু করে পারফরম্যান্সের চাপ ৷ আসলে মেসিকে ভগবান মানেন তাঁর ভক্তরা ৷ তাই এই পেনাল্টি মিসে হৃদয় থেকে রক্ত ঝরলো বুয়েনস আয়ার্স থেকে কলকাতা সব জায়গায় ৷
আন্তর্জাতিক ম্যাচে এখনও অবধি মেসি ১৬ টি পেনাল্টি নিয়েছেন ৷ তার মধ্যে ১২টি সফল ৷ কনভারশন রেট ৭৫ শতাংশ ৷ অন্যদিকে ক্লাবের জার্সি গায়ে মেসির লা লিগায় পেনাল্টি নিয়েছেন ৫৯ টি, তারমধ্যে ৪৮ টি সফল ৷ অর্থাৎ কনভারশন রেট ৮১.৩৫ শতাংশ ৷ চ্যাম্পিয়ন্স লিগে ১৪ টি-র মধ্যে ১১ টি পেনাল্টি নিয়েছেন ৷ অর্থাৎ কনভারশন রেট ৭৮.৫৪ শতাংশ ৷
advertisement
এদিকে চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডোর পরিসংখ্যানেও একবার চোখ রাখা যাক ৷ তিনি জাতীয় দলের জার্সিতে ১১টি পেনাল্টির ৭ টি-তে লক্ষ্যভেদ করেছেন ৷ অর্থাৎ কনভারশান রেট ৬৩.৬৩ শতাংশ ৷ এদিকে রিয়ালের জার্সি গায়ে লা লিগায় ৭১ টি-র মধ্যে ৬১ টি গোল করেছেন ৷ অর্থাৎ কনভারশন রেট ৮৫.৯১ শতাংশ ৷ আর চ্যাম্পিয়ন্স লিগে ১৬ টি-র মধ্যে ১৪ টি সফল গোল ৷ এক্ষেত্রে সাফল্যের হার ৮৭.৫০ শতাংশ ৷
advertisement
তবে আজকের দিনটাই এমন যে জাতীয় দলের জার্সিতে পেনাল্টিতে যে রোনাল্ডোকে মাত দিয়েছেন মেসি তা তাঁর ফ্যানরা খুব একটা ভালোভাবে নিতে পারবেন না ৷
প্রথম ম্যাচের প্রতিবন্ধকতা থেকে জেগে উঠে মেসি যেন জ্বলে ওঠেন এটাই এখম সারা বিশ্বের মেসি ফ্যানদের প্রার্থনা ৷
view commentsLocation :
First Published :
June 16, 2018 11:29 PM IST