বর নাকি ভাই ! ২ বছরের ছোট অঙ্গদকে বিয়ে করে নেটিজেনদের খোঁচা খেলেন নেহা ধুপিয়া

Last Updated:

বর বয়সে ছোট, আর বউ বয়সে বড় ৷ এ ঘটনা বলিউডে মোটেই প্রথম নয় ৷

#মুম্বই: বর বয়সে ছোট, আর বউ বয়সে বড় ৷ এ ঘটনা বলিউডে মোটেই প্রথম নয় ৷ এমনকী, আজকাল রিল ছাড়া, রিয়েলেও ঘটছে এরকমের বিয়ে ৷ তবে দু’বছরের ছোট অঙ্গদ বেদিকে বিয়ে করে নেটিজেনদের কু-মন্তব্যের সামনে পড়বেন নেহা ! তা হয়তো তিনি ভাবেননি কখনও ৷
একদিকে যখন সোনম কাপুর ও আনন্দ আহুজার বিয়ে নিয়ে গোটা বলিউডে তোলপাড় ৷ বলি দুনিয়ার সেলেবরা ব্যস্ত সোনমের বিয়েতে ৷ ঠিক তখনই চুপি-চুপি বিয়েটা সেরে ফেললেন নেহা ধুপিয়া ৷ দীর্ঘদিনের বন্ধু অঙ্গদ বেদির সঙ্গে চার হাত এক হল নেহার ৷ এমনিতে নেহার থেকে ২ বছরের বয়সে ছোট অঙ্গদ ৷ তবে বন্ধুত্বকেই বেশিমাত্রায় গুরুত্ব দিয়েছেন নেহা ধুপিয়া ও অঙ্গদ দু’জনেই ৷
advertisement
বয়সের ব্যাপারটা নিয়ে সমস্যা ছিল না নেহা ও অঙ্গদের ৷ তাতে কী? ট্যুইটারে, ইনস্টাগ্রামে নেটিজেনরা শুরু করলেন কু-মন্তব্য ৷ রীতিমতো কথার ধারালো খোঁচা মারলেন নেহাকে ৷
advertisement
কেউ লিখলেন, ‘দু’বছরের ছোট ভাই হয় ৷ বর নয় ৷’ কেউ আবার লিখলেন, ‘ওর হাতে সিঁদূর না পরে, রাখি পরাও অঙ্গদকে ৷ ’
তবে এ বিষয়ে কোনও ধরণের মন্তব্য করেননি নেহা ধুপিয়া ৷ মন্তব্য করেননি অঙ্গদও ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
বর নাকি ভাই ! ২ বছরের ছোট অঙ্গদকে বিয়ে করে নেটিজেনদের খোঁচা খেলেন নেহা ধুপিয়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement