• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • বর নাকি ভাই ! ২ বছরের ছোট অঙ্গদকে বিয়ে করে নেটিজেনদের খোঁচা খেলেন নেহা ধুপিয়া

বর নাকি ভাই ! ২ বছরের ছোট অঙ্গদকে বিয়ে করে নেটিজেনদের খোঁচা খেলেন নেহা ধুপিয়া

Photo Credit: Instagram

Photo Credit: Instagram

বর বয়সে ছোট, আর বউ বয়সে বড় ৷ এ ঘটনা বলিউডে মোটেই প্রথম নয় ৷

 • Share this:

  #মুম্বই: বর বয়সে ছোট, আর বউ বয়সে বড় ৷ এ ঘটনা বলিউডে মোটেই প্রথম নয় ৷ এমনকী, আজকাল রিল ছাড়া, রিয়েলেও ঘটছে এরকমের বিয়ে ৷ তবে দু’বছরের ছোট অঙ্গদ বেদিকে বিয়ে করে নেটিজেনদের কু-মন্তব্যের সামনে পড়বেন নেহা ! তা হয়তো তিনি ভাবেননি কখনও ৷

  একদিকে যখন সোনম কাপুর ও আনন্দ আহুজার বিয়ে নিয়ে গোটা বলিউডে তোলপাড় ৷ বলি দুনিয়ার সেলেবরা ব্যস্ত সোনমের বিয়েতে ৷ ঠিক তখনই চুপি-চুপি বিয়েটা সেরে ফেললেন নেহা ধুপিয়া ৷ দীর্ঘদিনের বন্ধু অঙ্গদ বেদির সঙ্গে চার হাত এক হল নেহার ৷ এমনিতে নেহার থেকে ২ বছরের বয়সে ছোট অঙ্গদ ৷ তবে বন্ধুত্বকেই বেশিমাত্রায় গুরুত্ব দিয়েছেন নেহা ধুপিয়া ও অঙ্গদ দু’জনেই ৷

  বয়সের ব্যাপারটা নিয়ে সমস্যা ছিল না নেহা ও অঙ্গদের ৷ তাতে কী? ট্যুইটারে, ইনস্টাগ্রামে নেটিজেনরা শুরু করলেন কু-মন্তব্য ৷ রীতিমতো কথার ধারালো খোঁচা মারলেন নেহাকে ৷

  কেউ লিখলেন, ‘দু’বছরের ছোট ভাই হয় ৷ বর নয় ৷’ কেউ আবার লিখলেন, ‘ওর হাতে সিঁদূর না পরে, রাখি পরাও অঙ্গদকে ৷ ’

  তবে এ বিষয়ে কোনও ধরণের মন্তব্য করেননি নেহা ধুপিয়া ৷ মন্তব্য করেননি অঙ্গদও ৷

  First published: