দেশে নৈরাজ্য ঠেকাতে একমাত্র ভরসা মোদি, দাবি জাভাড়েকরের
Last Updated:
#পুনে: শনিবারের ব্রিগেড সমাবেশ এই মুহূর্তে সংবাদ শিরোনামে । আসন্ন নির্বাচনের আগে মোদি বিরোধী ২৩টি দল একত্রিত হয়ে বিজেপি সরকারের অবসান ঘটানোর বার্তা দিয়েছে । সেই প্রসঙ্গেই আজ সরব হয়েছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভাড়েকর ।
প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির বিকল্প কেউ হতে পারেন না । প্রধানমন্ত্রীর জায়গায় মোদি না থাকলে দেশে নৈরাজ্যের সূত্রপাত হবে। পাশাপাশি বিরোধী সমাবেশকে কটাক্ষ করে কটাক্ষ করে জাভাড়েকর জানিয়েছেন ২০১৯ নির্বাচনে জনতা বেছে নেবে যে 'মজবুত' অর্থাৎ সুগঠিত সরকার চান না 'মজবুর' অর্থাৎ দূর্বল সরকার চান ।
advertisement
advertisement
তিনি যোগ করেছেন যে গতকালের সমাবেশে প্রত্যেকেই মোদিকে সরানোর কথা বলেছেন কিন্তু তাঁর বিকল্প আদৌ কেউ নেই । সুতরাং এই পরিস্থিতিতে মোদির অনুপস্থিতিতে দেশে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হবে ।
এর আগেও আইকে গুজরাল, চন্দ্রশেখর ও দেবগৌড়া জোট সরকার গড়েছিলেন কিন্তু সেই সরকারের আমলে সাধারণ মানুষের দূর্দশার অন্ত ছিল না । মোদি সরকারের শক্তিশালী সরকারের আমলে সাধারণ মানুষ অনেক উপকার লাভ করেছেন, মন্তব্য জাভাড়েকরের।
advertisement
আরও পড়ুন: নাতির মৃত্যুর অভিযোগ জানাতে পুলিশের পায়ে পড়েও ব্যর্থ বৃদ্ধা, স্থানান্তরিত অভিযুক্ত পুলিশকর্মী
ব্রিগেড সমাবেশ থেকে স্পষ্ট যে বিরোধীরা ঘাবড়ে গিয়েছেন ও সেই কারণেই তাঁরা কোনও নির্বাচনী ইস্তাহার প্রস্তুত না করে ইভিএম সম্বন্ধীয় প্যানেল গঠন করলেন, কটাক্ষ জাভাড়েকরের।
advertisement
পাশাপাশি তিনি জানিয়েছেন আগামী ৩ মাস দেশের প্রত্যেকটি প্রান্তে এনডিএ সরকারের কৃতীত্বকে তুলে ধরে প্রচারাভিযান চালাবে । বিরোধি পক্ষের 'ফাঁপা' রাজনীতিকেও সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে ।
Location :
First Published :
January 20, 2019 5:50 PM IST