নাতির মৃত্যুর অভিযোগ জানাতে পুলিশের পায়ে পড়েও ব্যর্থ বৃদ্ধা, স্থানান্তরিত অভিযুক্ত পুলিশকর্মী
Last Updated:
#লখনউ: নাতির মৃত্যুর পর এফআইআর নেওয়ার আর্জি জানাতে পুলিশের পায়ে পড়লেন বৃদ্ধা । মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ভিডিও ও তার জেরেই সরিয়ে দেওয়া হল পুলিশ ইনস্পেকটর তেজ প্রকাশ সিংকে । ঘটনাটি ঘটেছে লখনউ শহরে।
ব্রহ্মা দেবী, ৭৫ বয়সী ওই বৃদ্ধার নাতি ২০ বছরের আকাশ একটি প্লাইউড কারখানায় কাজ করতেন । শুক্রবারে একটি মেশিন দূর্ঘটনায় তাঁর মৃত্যু হয় । এই নিয়েই গুডাম্বা থানায় এফআইআর দায়ের করতে গিয়েছিলেন ব্রহ্মা দেবী। ভিডিওতে দেখা গিয়েছে প্রথমে ইনস্পেকটরের সামনে দুই হাতজোড় করে প্রথমে আর্জি জানান ওই বৃদ্ধা । তার পরেও যখন সেই ইনস্পেকটর অবিচলিত থাকেন, তখনই তাঁর পায়ে লুটিয়ে পড়েন ওই বৃদ্ধা । গোটা ভিডিওতে দেখা গিয়েছে নিজের চেয়ারে বেশ খোশ মেজাজেই বসে রয়েছেন ওই ইনস্পেকটর।
advertisement
advertisement
This video is testimony of the ordeal a common man has to undergo to register an FIR at police station. The elderly woman is literally begging inspector at Lucknow's Gudamba PS and later falls on insp's feet to register an FIR in the death of her son. pic.twitter.com/PBL8Y8XJiq — Piyush Rai | پیوش رائے (@Benarasiyaa) January 19, 2019
advertisement
মৃত আকাশের পরিবারের তরফ থেকে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দূর্ঘটনার পর প্লাইউড কারখানার মালিকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানোর চেষ্টা করা হয়েছিল । স্থানীয়দের অভিযোগ, অনেকদিন থেকেই ওই কারখানায় ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি ব্যবহার করা হয়ে থাকে ।
লখনউ পুলিশের তরফ থেকে জানান হয়েছে, এই মুহূর্তে ওই ইনস্পেকটরকে বরখাস্ত করা হয়েছে ও তদন্ত শুরু করা হয়েছে । কারখানার মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ।
advertisement
প্রসঙ্গত, গত বছরই দেশের শীর্ষ তিনটি থানার মধ্যে একটি ছিল এই থানা ।
Location :
First Published :
January 20, 2019 2:38 PM IST