মোদি-বিরোধী শিবির আরও বড় আরও শক্তিশালী হতে চলেছে, ইঙ্গিত অখিলেশের
Last Updated:
#কলকাতা: ১৯ জানুয়ারি ৷ নি:সন্দেহে ইতিহাসের পাতায় ঠাঁই পেল দিনটি ৷ মোদি সরকারকে উৎখাতের লক্ষ্যে বিরোধী ঐক্যে শান ৷ মমতার ব্রিগেড দেখল মহাজোটের মঞ্চ ৷ দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক নেতারা তাঁর ডাকে সাড়া দিয়ে কলকাতায় হাজির হয়েছিলেন ৷
ইউনাইটেড ইন্ডিয়া র্যালির মঞ্চে যোগ দিতে গতকাল অর্থাৎ শনিবার শহরে আসেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, এনসিপি নেতা শরদ পাওয়ার, সমাজবাদী পার্টির পক্ষ থেকে মুলায়ম পুত্র অখিলেশ যাদব ৷ বিমানবন্দরে নামতেই ‘দিদি’-র প্রশংসায় পঞ্চমুখ অখিলেশ ছিলেন ৷ দেশের সমস্ত রাজনৈতিক দলের বিরোধী নেতাদের একমঞ্চে এনে জড়ো করার জন্য তৃণমূল সুপ্রিমোকে ধন্যবাদ জানান তিনি ৷ একইসঙ্গে মহাজোটে হাত মেলাতে চলেছে আরও বেশ কিছু রাজনৈতিক দল ৷ সেই ইঙ্গিতও ব্রিগেড শেষে নিউজ ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়ে দিলেন অখিলেশ ৷
advertisement
সাক্ষাৎকারে অখিলেশ বলেন, ‘দেশের রাজনৈতিক দলের নেতাদের জোটবদ্ধ করার জন্য মমতা দি’কে অভিনন্দন ৷ গোটা দেশ চায় দিল্লির সরকারের পরিবর্তন ৷ কারণ বিজেপি সরকার দেশের পিছিয়ে পড়া এবং গরীব শ্রেণীর জন্য কোনও উল্লেখ্য পদক্ষেপ গ্রহণ করেনি ৷ চাষীরাও তাদের ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না ৷ তার উপর কৃষিঋণের বোঝা সামলাতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন তারা ৷ জিএসটি এবং নোটবন্দির জেরে সাধারণ মানুষের স্বপ্ন ধুলিসাৎ হয়ে গিয়েছে ৷ ১৯-র নির্বাচনে দিল্লির মসনদে সরকারের পরিবর্তন অবশ্যই প্রয়োজন ৷ আর কলকাতার ব্রিগেডের মঞ্চ থেকেই সেই পরিবর্তনের বার্তা পৌঁছে যাবে গোটা দেশে ৷’
advertisement
advertisement
উত্তরপ্রদেশে ৩৮-৩৮ আসনে লড়বে সপা-বিএসপি ৷ কিছুদিন আগেই সাংবাদিক বৈঠক করে সেই কথা জানান অখিলেশ-মায়াবতী ৷ তবে, মহাজোটকেও বিশেষ গুরুত্ব সহকারে দেখছেন দুই নেতাই ৷ তাই বিজেপিকে দমাতে মমতার ডাকে সাড়া দিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গতকাল ব্রিগেডের মঞ্চে যোগ দিয়েছিলেন অখিলেশ ৷ অন্যদিকে, মায়াবতী নিজে না আসতে পারলেও বিএসপি-র হয়ে মহাজোটে উপস্থিত ছিলেন সতীশ মিশ্র ৷
advertisement
তবে, বিজেপি যদি মুখ থুবড়ে পড়ে ১৯-র নির্বাচনে ৷ তাহলে পরবর্তী প্রধানমন্ত্রী কে হবে ? সেই বিষয়ে প্রশ্ন অখিলেশকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘কে পরবর্তী প্রধানমন্ত্রী হবেন সেটি এখন ভাবনার বিষয় নয় ৷ এখন মূল উদ্দেশ্য হল দেশের গণতন্ত্র রক্ষা করতে হবে ৷ নির্বাচনের ফল প্রকাশের পর প্রধানমন্ত্রীর নাম নির্ধারিত হবে ৷’
Location :
First Published :
January 20, 2019 12:21 PM IST