মোদি-বিরোধী শিবির আরও বড় আরও শক্তিশালী হতে চলেছে, ইঙ্গিত অখিলেশের

Last Updated:
#কলকাতা: ১৯ জানুয়ারি ৷ নি:সন্দেহে ইতিহাসের পাতায় ঠাঁই পেল দিনটি ৷ মোদি সরকারকে উৎখাতের লক্ষ্যে বিরোধী ঐক্যে শান ৷ মমতার ব্রিগেড দেখল মহাজোটের মঞ্চ ৷ দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক নেতারা তাঁর ডাকে সাড়া দিয়ে কলকাতায় হাজির হয়েছিলেন ৷
ইউনাইটেড ইন্ডিয়া র‍্যালির মঞ্চে যোগ দিতে গতকাল অর্থাৎ শনিবার শহরে আসেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, এনসিপি নেতা শরদ পাওয়ার, সমাজবাদী পার্টির পক্ষ থেকে মুলায়ম পুত্র অখিলেশ যাদব ৷ বিমানবন্দরে নামতেই ‘দিদি’-র প্রশংসায় পঞ্চমুখ অখিলেশ ছিলেন ৷ দেশের সমস্ত রাজনৈতিক দলের বিরোধী নেতাদের একমঞ্চে এনে জড়ো করার জন্য তৃণমূল সুপ্রিমোকে ধন্যবাদ জানান তিনি ৷ একইসঙ্গে মহাজোটে হাত মেলাতে চলেছে আরও বেশ কিছু রাজনৈতিক দল ৷ সেই ইঙ্গিতও ব্রিগেড শেষে নিউজ ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়ে দিলেন অখিলেশ ৷
advertisement
সাক্ষাৎকারে অখিলেশ বলেন, ‘দেশের রাজনৈতিক দলের নেতাদের জোটবদ্ধ করার জন্য মমতা দি’কে অভিনন্দন ৷ গোটা দেশ চায় দিল্লির সরকারের পরিবর্তন ৷ কারণ বিজেপি সরকার দেশের পিছিয়ে পড়া এবং গরীব শ্রেণীর জন্য কোনও উল্লেখ্য পদক্ষেপ গ্রহণ করেনি ৷ চাষীরাও তাদের ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না ৷ তার উপর কৃষিঋণের বোঝা সামলাতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন তারা ৷ জিএসটি এবং নোটবন্দির জেরে সাধারণ মানুষের স্বপ্ন ধুলিসাৎ হয়ে গিয়েছে ৷ ১৯-র নির্বাচনে দিল্লির মসনদে সরকারের পরিবর্তন অবশ্যই প্রয়োজন ৷ আর কলকাতার ব্রিগেডের মঞ্চ থেকেই সেই পরিবর্তনের বার্তা পৌঁছে যাবে গোটা দেশে ৷’
advertisement
advertisement
উত্তরপ্রদেশে ৩৮-৩৮ আসনে লড়বে সপা-বিএসপি ৷ কিছুদিন আগেই সাংবাদিক বৈঠক করে সেই কথা জানান অখিলেশ-মায়াবতী ৷ তবে, মহাজোটকেও বিশেষ গুরুত্ব সহকারে দেখছেন দুই নেতাই ৷ তাই বিজেপিকে দমাতে মমতার ডাকে সাড়া দিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গতকাল ব্রিগেডের মঞ্চে যোগ দিয়েছিলেন অখিলেশ ৷ অন্যদিকে, মায়াবতী নিজে না আসতে পারলেও বিএসপি-র হয়ে মহাজোটে উপস্থিত ছিলেন সতীশ মিশ্র ৷
advertisement
তবে, বিজেপি যদি মুখ থুবড়ে পড়ে ১৯-র নির্বাচনে ৷ তাহলে পরবর্তী প্রধানমন্ত্রী কে হবে ? সেই বিষয়ে প্রশ্ন অখিলেশকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘কে পরবর্তী প্রধানমন্ত্রী হবেন সেটি এখন ভাবনার বিষয় নয় ৷ এখন মূল উদ্দেশ্য হল দেশের গণতন্ত্র রক্ষা করতে হবে ৷ নির্বাচনের ফল প্রকাশের পর প্রধানমন্ত্রীর নাম নির্ধারিত হবে ৷’
বাংলা খবর/ খবর/দেশ/
মোদি-বিরোধী শিবির আরও বড় আরও শক্তিশালী হতে চলেছে, ইঙ্গিত অখিলেশের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement