বিশ্বকাপে প্রিয় তারকা সালাহর সাফল্য কামনায় হুসেন
Last Updated:
মাথা ভর্তি কোঁকড়ানো চুল, ঠিক তাঁরই মত। মুখ ভর্তি একই সারল্য। আরে, গালের দাড়িটাও যে এক। মহম্মদ সালাহ কি আদৌ মিশরের না ইরাকের? এনাকে দেখুন। তাহলেই সব রহস্যের সমাধান হবে।
#মিশর:মাথা ভর্তি কোঁকড়ানো চুল, ঠিক তাঁরই মত। মুখ ভর্তি একই সারল্য। আরে, গালের দাড়িটাও যে এক। মহম্মদ সালাহ কি আদৌ মিশরের না ইরাকের ? এনাকে দেখুন। তাহলেই সব রহস্যের সমাধান হবে।
না মহম্মদ সালাহ হন, তাঁর নাম হুসেন আলি। ধীরে ধীরে বিশ্বে জনপ্রিয় হয়েছেন সালাহ, পাল্লা দিয়ে জনপ্রিয়তা বেড়েছে হুসেনেরও। লোকে যে তাঁর আসল নামটাই ভুলতে বসেছে। হুসেনের মধ্যেই যেন লিভারপুল সেনসেশনকে খুঁজে পান মানুষ। সালাহ-র মত অতটা না হলেও ফুটবলটাও কিন্তু খারাপ খেলেন না হুসেন।
হুসেনের কোচ প্রথম তাঁকে সালাহর কথা বলেন, তখন অবশ্য আর পাঁচটা লোকের মতই তাঁকে চিনতেন না হুসেন। আর আজকাল বিশ্বের মত সালাহ জ্বরে কাঁপেন তিনিও। সালাহ কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লে, চোখ ভিজে ওঠে হুবহু তাঁরই মত দেখতে হুসেনেরও...হবে নাই বা কেন? সালাহ যে নতুন পরিচিতি দিয়েছেন তাঁকে...
advertisement
advertisement
আজকাল দেখলেই লোকে সেলফি তুলতে থাকে। সালাহ চোট পেলেও লোকে এখন আমার পায়ে হাত দিয়ে দেখে।
সালাহর হাত ধরে নতুন করে স্বপ্ন দেখছে মিশর। ফুটবলে জেগে ওঠার স্বপ্ন। যুদ্ধবিধ্বস্ত ইরাকে বসে স্বপ্ন দেখছেন আর এক সালাহও। একবার যদি ওই সরল হাসিমুখে থাকা লোকটা রাশিয়ায় ডাকে, একবার যদি বুকে টেনে নেয় ৷
Location :
First Published :
June 09, 2018 4:16 PM IST