#EgiyeBangla: ইকো পার্কে সেজেছে গলসি, বেড়েছে কর্মসংস্থান, বিনোদন পার্ক পেয়ে খুশি স্থানীয়রা

Last Updated:

দু'নম্বর জাতীয় সড়কের ধারে পড়েছিল সেচ দফতরের জমি। পূর্ব বর্ধমানের গলসিতে তিরিশ বিঘারও বেশি সেই জমি সংস্কার করে ইকো পার্ক গড়ল প্রশাসন। একশো দিনের কাজের প্রকল্পে জমি সমান করে, পুকুর কেটে, গাছ লাগিয়ে তৈরি হয়েছে ইকো পার্ক। পার্ক দেখভালের দায়িত্বে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। বেড়েছে কর্মসংস্থানও।

#গলসি: দু'নম্বর জাতীয় সড়কের ধারে পড়েছিল সেচ দফতরের জমি। পূর্ব বর্ধমানের গলসিতে তিরিশ বিঘারও বেশি সেই জমি সংস্কার করে ইকো পার্ক গড়ল প্রশাসন। একশো দিনের কাজের প্রকল্পে জমি সমান করে, পুকুর কেটে, গাছ লাগিয়ে তৈরি হয়েছে ইকো পার্ক। পার্ক দেখভালের দায়িত্বে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। বেড়েছে কর্মসংস্থানও।
হাতি আছে। জিরাফ আছে। আছে বাঘ-ভালুক-হরিণও। দেখা দেেব ডায়নোসর-গন্ডার আরও কত কী। এরা আবার আছে একইসঙ্গে। পূর্ব বর্ধমানের গলসির ইকো পার্ক সেজে উঠেছে বিভিন্ন বন্যপ্রাণিদের মডেলে। মনোরঞ্জনের জন্য বাহারি গাছ থেকে মরশুমি ফুল.. কী নেই...
গলসিতে আগে কোনও বিনোদন পার্ক ছিল না। দু'নম্বর জাতীয় সড়কের ধারে পড়েছিল সেচ দফতরের জমি। একশ দিনের কাজের প্রকল্পে সেই জমি সমান করে, পুকুর কেটে, গাছ লাগিয়ে, পাহাড় তৈরি করে সাজানো হয়েছে ইকো পার্ক। এছাড়াও মত্স্য, প্রাণিসম্পদ বিকাশ দফতর সহ সরকারি বিভিন্ন দফতরের অর্থও ইকো পার্ক তৈরিতে খরচ করা হয়েছে। বিধায়ক ও সাংসদ তহবিলের টাকার সঙ্গে যুক্ত হয়েছে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিিতর টাকাও।
advertisement
advertisement
গলসির ইকো পার্কে জলাশয়ে বোটিংয়ের পাশাপাশি আছে মাছ চাষের ব্যবস্থাও। পোলট্রি শেড ও কোয়েল চাষও করা হচ্ছে। পার্ক তৈরি হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারাও।
ইতিমধ্যেই এই পার্ক দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর কুড়ি জন মহিলাকে। পার্কটি পুরোপুরি চালু হয়ে গেলে কর্ম সংস্থান আরও বাড়বে বলে আশাবাদী প্রশাসনও।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
#EgiyeBangla: ইকো পার্কে সেজেছে গলসি, বেড়েছে কর্মসংস্থান, বিনোদন পার্ক পেয়ে খুশি স্থানীয়রা
Next Article
advertisement
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement