Year Ender 2023: ২০২৩ সালে বেশির ভাগ ভারতীয় ব্যবহার করেছেন এই সব পাসওয়ার্ড! আপনিও কি তাঁদের দলে!
- Published by:Piya Banerjee
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Year Ender 2023: প্রত্যেক মানুষের পাসওয়ার্ডের একটা বিশেষত্ব বা নিজস্বতা থাকা দরকার। যার পাসওয়ার্ডে যত বেশি নিজস্বতা রয়েছে তার পাসওয়ার্ড তত বেশি সুরক্ষিত। দেখুন তো এই সব পাসওয়ার্ড আপনিও রেখেছেন কিনা!
Password: উন্নত হচ্ছে প্রযুক্তি। আর তারই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রতারণার নতুন নতুন ফন্দি ফিকির। আজকাল মানুষের বেশির ভাগ গোপনীয় তথ্যই জমা থাকে ভার্চুয়াল মিডিয়ার কাছে। সেখানে তথ্য সুরক্ষিত এবং গোপন রাখার একমাত্র পথ হল পাসওয়ার্ড বা পিন। কয়েকটি অক্ষর, সংখ্যা এবং বিশেষ অক্ষরের সমাহারে পাসওয়ার্ড তৈরি করে নিতে হয়। পিন সাধারণত সংখ্যা দিয়েই তৈরি হয়।
প্রত্যেক মানুষের পাসওয়ার্ডের একটা বিশেষত্ব বা নিজস্বতা থাকা দরকার। যার পাসওয়ার্ডে যত বেশি নিজস্বতা রয়েছে তার পাসওয়ার্ড তত বেশি সুরক্ষিত। কিন্তু ভারতের মতো দেশে বেশিরভাগ মানুষই এই বিষয়টা বোঝেন না। তাঁরা এমন পাসওয়ার্ড ব্যবহার করেন যা ক্র্যাক করা হ্যাকারদের পক্ষে খুবই সহজ। আসলে সকলে মনে রাখার সুবিধার জন্যই সহজ পাসওয়ার্ড দিতে চান। কিন্তু তাতে বড় ক্ষতির ঝুঁকি থেকেই যায়।
advertisement
advertisement
২০২৩ সালে এদেশে সব থেকে বেশি ব্যবহৃত হয়েছে যে পাসওয়ার্ডগুলি তার একটি তালিকা প্রকাশ পেয়েছে। অর্থাৎ বহু মানুষ এই একই পাসওয়ার্ড ব্যবহার করেছেন। এগুলি খুবই সাধারণ, তাই এদের নিরাপত্তাও শক্তিশালী নয়।
advertisement
দেখে নেওয়া যাক একনজরে—
১২৩৪৫৬—
এটাই সব থেকে জনপ্রিয় পাসওয়ার্ড, ভারতে। দিনের পর দিন এই পাসওয়ার্ড ব্যবহার করেন অনেকে।
admin—
এটিও ভারতে সব থেকে বেশি ব্যবহৃত পাসওয়ার্ডগুলির মধ্যে একটি। খুব সাধারণ তাই খুব সহজেই কেউ ধরে ফেলতে পারেন।
১২৩৪৫৬৭৮—
সংখ্যা খানিকটা বাড়িয়ে দিলেই অনেকে মনে করেন খুব জোরালো হয়ে গেল তাঁর পাসওয়ার্ড। কিন্তু তা নয়। হিসেব বলছে ভারতের অন্যতম জনপ্রিয় পাসওয়ার্ড হল এটি।
advertisement
১২৩৪৫
আবার অনেকে ১২৩৪৫ অবধিও লিখে রাখতে পছন্দ করেন পাসওয়ার্ড হিসেবে। কিন্তু তাতে খুব একটা লাভ হয় না।
আরও পড়ুন: স্বামী কার? দেহ পাবে কে? স্বামীর মৃত দেহ নিয়ে টানটানি তিন স্ত্রীর! একী কাণ্ড মুর্শিদাবাদে!
password—
অত্যন্ত জনপ্রিয় এই পাসয়ার্ড। ভারতের বেশির ভাগ মানুষই এই রকম পাসওয়ার্ড সেট করে রাখেন, যাতে নিজেদের মনে রাখতে সুবিধা হয়। কিন্তু জালিয়াতরাও খুব সহজে এই পাসওয়ার্ড ক্র্যাক করে ফেলতে পারে।
advertisement
pass@123–
যেহেতু অনেক ডোমেন থেকে বাধ্য করা হয় অক্ষর এবং সংখ্যার সঙ্গে ‘স্পেশ্যাল ক্যারেক্টর’ জুড়ে দিতে, তাই অনেকেই এই ভাবে পাসওয়ার্ড তৈরি করেন।
admin@123—
একই ভাবে এই পাসওয়ার্ডটিও ভারতে বহু সংখ্যক মানুষ ব্যবহার করে থাকেন।
India@123–
ভারতের ক্ষেত্রে এই পাসওয়ার্ডটিও খুব বেশি ব্যবহৃত হয়। এক্ষেত্রে দেশের নাম উল্লেখ করেই পাসওয়ার্ড তৈরি করা হচ্ছে এবং ভারতীয়দের মধ্যে এই পাসওয়ার্ড তৈরির প্রবণতা খুব বেশি।
Location :
Kolkata,West Bengal
First Published :
December 21, 2023 8:02 PM IST