X handle down: ২৪ ঘণ্টায় এই নিয়ে দ্বিতীয় বার ইলন মাস্কের এক্স হ্যান্ডল ব্যবহার করতে সমস্যায় ব্যবহারকারীরা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
X handle down: এলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X শনিবার একটি ব্যাপক আউটেজের সম্মুখীন হয়েছিল, আউটেজ ট্র্যাকিং সাইট Downdetector অনুযায়ী, আমেরিকায় ২৫,০০০ এরও বেশি ব্যবহারকারী এই সমস্যার রিপোর্ট করেছেন।
নয়াদিল্লি: এলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X শনিবার একটি ব্যাপক আউটেজের সম্মুখীন হয়েছিল, আউটেজ ট্র্যাকিং সাইট Downdetector অনুযায়ী, আমেরিকায় ২৫,০০০ এরও বেশি ব্যবহারকারী এই সমস্যার রিপোর্ট করেছেন।
ভারতে এক্স হ্যান্ডল ব্যবহারকারীরাও এক্সের অনেক ফিচারই ব্যবহার করতে সমস্যায় পড়ছিলেন। ‘For You’, ‘Following’ এবং ‘Notifications’ প্যানেলগুলি লোড হচ্ছিল না, এবং ফিড রিফ্রেশ করলেও টাইমলাইন আপডেট হচ্ছিল না। সকলে না হলেও অনেক ব্যবহারকারী এই নিয়ে রিপোর্ট করেছেন বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
Downdetector জানিয়েছে ভারতীয় সময় সন্ধ্যা ৬:০৯ থেকে হাজার হাজার আউটেজ রিপোর্ট হতে শুরু করে। এক্স হ্যান্ডল ব্যবহার করতে না পেরে সমস্যায় পড়েন বহু ব্যবহারকারী।
অনেক ব্যবহারকারীও বলেছেন যে লগ ইন করা, অ্যাপ অ্যাক্সেস করা এবং ওয়েবসাইট লোড করার মতো ফিচারগুলিও ব্যবহার করতে সমস্যা হচ্ছিল তাঁদের।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 24, 2025 8:26 PM IST