‘ভয়াবহ সাইবার হামলা’, ধসে যাচ্ছে ‘X’ প্ল্যাটফর্ম! পিছনে ইউক্রেন? ইঙ্গিত ইলন মাস্কের
- Published by:Pooja Basu
- Written by:Trending Desk
Last Updated:
সোমবার এক্স প্ল্যাটফর্মে ঢুকতে গিয়ে গিয়ে সমস্যায় পড়েন ইউজাররা। অনেকেই পোস্ট করতে পারছিলেন না। বারবার অফলাইনে চলে যাচ্ছিল প্ল্যাটফর্ম। কিছুক্ষণ পর অবশ্য ঠিক হয়। কিন্তু ফের ক্র্যাশ করে।
নিউ ইয়র্ক: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ “ভয়াবহ সাইবার হামলা” হয়েছে বলে দাবি করলেন ইলন মাস্ক। শুধু তাই নয়, ধনকুবেরের মতে এই হামলার উৎসস্থল ইউক্রেন। এক্স-এ একটি পোস্ট করে এ কথা জানিয়েছেন তিনি।
সোমবার এক্স প্ল্যাটফর্মে ঢুকতে গিয়ে গিয়ে সমস্যায় পড়েন ইউজাররা। অনেকেই পোস্ট করতে পারছিলেন না। বারবার অফলাইনে চলে যাচ্ছিল প্ল্যাটফর্ম। কিছুক্ষণ পর অবশ্য ঠিক হয়। কিন্তু ফের ক্র্যাশ করে। পোস্ট করা তো দূরের কথা, লগইন করতেও সমস্যা হচ্ছিল বলে অভিযোগ।
আরও পড়ুন Toto: টোটো কিনে মালামাল হতে চান? রইল বাজারের সেরা হদিশ টোটোর হদিশ! ঝাঁকুনিহীন যাত্রা হবে পয়সা উসুল
advertisement
advertisement
এক সাক্ষাৎকারে মাস্ক বলেন, “ঠিক কী হয়েছে, তা নিশ্চিতভাবে বলা কঠিন। তবে এক্স সিস্টেমকে নামিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এটা একটি বিশাল সাইবার হামলা, যার আইপি অ্যাড্রেস ইউক্রেনের।“ তবে এখন এক্স প্ল্যাটফর্ম সচল রয়েছে বলে জানিয়েছেন তিনি।
তবে এবারই প্রথম নয়। আগেও সাইবার হামলার মুখে পড়েছে এক্স। হাজার হাজার ইউজার লগইন করতে গিয়ে সমস্যায় পড়েছেন। তবে এবারের হামলা অন্যগুলোর থেকে আলাদা বলে দাবি ইলন মাস্কের। নাম না করে সরাসরি ইউক্রেনের দিকেই আঙুল তুলেছেন তিনি।
advertisement
এক্স পোস্টে মাস্ক লিখেছেন,“প্রতিদিনই কোনও না কোনওভাবে সাইবার হামলার মুখে পড়তে হয়। কিন্তু এই হামলা অনেক বেশি পরিকল্পিত এবং বিশাল। হয় এটা কোনও বড় সংগঠনের কাজ, নয়ত, এর পিছনে কোনও দেশের রাষ্ট্রব্যবস্থা জড়িয়ে রয়েছে। আমরা খুঁজে বের করছি…।“
কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, রাজনৈতিক কারণেই মাস্ককে ‘টার্গেট’ করা হচ্ছে। বর্তমানে তিনি ট্রাম্প সরকারের ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি’-এর ডি-ফ্যাক্টো হেড। শুধু তাই নয়, ট্রাম্পের অন্যতম পরামর্শদাতাও। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে টেসলা স্টোরেও হামলা হয়। এবার সাইবার অ্যাটাক হল এক্সে।
advertisement
জানা গিয়েছে, সোমবার ভোর থেকে সমস্যা শুরু হয়। রাত সাড়ে ৩টে নাগাদ ক্র্যাশ করে যায় এক্স। যুদ্ধকালীন তৎপরতায় ঠিক করা হয়। কিন্তু সকাল সাড়ে ১০টায় ফের একই ঘটনা ঘটে। এক্সে লগইন করতে ব্যর্থ হন প্রায় ৪০ হাজার ইউজার।
advertisement
ডাউনডিটেক্টর (DownDetector), যা বিভিন্ন উৎস থেকে ইউজারদের অভিযোগ বিশ্লেষণ করে, তারা জানিয়েছে, ব্যাপক সংখ্যক ইউজার এই বিভ্রাটের মুখে পড়েছেন। পরিসংখ্যান অনুযায়ী, দুপুর ৩টে ২০-এর মধ্যে প্রায় ১৭,৮৭১টি অভিযোগ জমা পড়েছিল। সন্ধ্যা ৭:৩২ এবং রাত ৯:৩২ মিনিটে এক্স সাইট ফের ক্র্যাশ করে। তবে বিভ্রাটের কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 11, 2025 1:06 PM IST

