App by Students:পাহাড়ের প্রত্যন্ত গ্রাম থেকে ট্যুরিস্ট স্পট-হাজির এক ক্লিকে! অ্যাপ বানিয়ে বাজিমাত পড়ুয়াদের
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
App by Students: প্রত্যন্ত গ্রাম্য বস্তি থেকে পাহাড়ি দুর্গম রাস্তায় যাওয়ার আগে বাড়িতে বসেই দেখে নিন সেই এলাকার লাইভ ছবি! ছাত্র-ছাত্রীদের হাতে তৈরি এই জিনিস নতুন করে আসার আলো দেখাচ্ছে এই শহরবাসীর মনে
সুজয় ঘোষ, শিলিগুড়ি: কোথাও যাওয়ার আগে সেই জায়গার রাস্তা কেমন বা সেই জায়গায় কী রয়েছে তা দেখতে পাবেন নিজের ঘরে বসেই। ইন্টারনেটের যুগে ছাত্রছাত্রীদের হাতে তৈরি এই মোবাইল অ্যাপ তাক লাগাচ্ছে শিলিগুড়িবাসীর মনে।
বর্তমানে ছাত্র-ছাত্রীদের হাতে তৈরি মোবাইল অ্যাপেই চোখের সামনে ভেসে উঠবে শিলিগুড়ির প্রত্যন্ত বস্তি, রাস্তাঘাট থেকে শুরু করে দুর্গম পাহাড়ি এলাকার লাইভ ছবি! এ বার এক ক্লিকেই আপনার মোবাইলে ভেসে উঠবে গোটা পাহাড়ের ছবি। শুধু তাই নয়, সেখানে থাকা গাছপালা বাড়িঘর বসার বেঞ্চ সমস্ত কিছুরই লাইভ ছবি পাবেন মোবাইলেই। শুনতে একটু অবাক লাগলেও এমনই অভিনব উদ্যোগ গ্রহণ করল শিলিগুড়ি গর্ভমেন্ট পলিটেকনিক কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র-ছাত্রীরা।
advertisement
মূলত, বর্তমানে অন্যান্য বাণিজ্যিক অ্যাপ পরিষেবাগুলি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলোকেই প্রাধান্য দিয়ে থাকে। ফলে যারা প্রধান শহরের কিছুটা দূরে বস্তি বা পাহাড়ি এলাকায় থাকেন, তাঁদের অবস্থান অনেক সময় ম্যাপে সঠিকভাবে দেখা যায় না। এই ধরনের সমস্যার সমাধান করতেই এবার শিলিগুড়ি পলিটেকনিক কলেজের ছাত্র ছাত্রীরা নিয়ে আসতে চলেছে একটি ওপেন স্ট্রিট ম্যাপ। বৃহস্পতিবার প্রাথমিকভাবে শিলিগুড়ি পুরনিগমের ২০ নম্বর ওয়ার্ড থেকে এই ওপেন স্ট্রিট ম্যাপ তৈরির কাজ শুরু হয়েছে। এই ম্যাপে থাকবে ওই এলাকার রাস্তা ও গলি,বাড়িঘর, গাছপালা, বেঞ্চ, জলের কল, সিসিটিভি ক্যামেরার অবস্থান-সহ নানা জিনিসের যাবতীয় তথ্য। এই বিষয়ে শিলিগুড়ি পলিটেকনিক কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নীলব্রত সান্যাল জানান, ‘‘প্রাথমিক ভাবে শিলিগুড়ির বিভিন্ন বস্তি এলাকায় কাজ করা হবে। পরবর্তীতে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে তাদের। এই ম্যাপটি বিভিন্ন দুর্যোগ থেকে বাঁচতে সাহায্য করবে মনে করা হচ্ছে।’’
advertisement
advertisement
আরও পড়ুন : প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তিকে উপলব্ধি করতে আসুন শান্তিনিকেতনের উপাসনাগৃহে
হাতের নাগালে যাবতীয় তথ্য পেতে ছাত্র-ছাত্রীদের হাতে তৈরি অ্যাপ নতুন করে আশার আলো দেখাচ্ছে। পাহাড় থেকে শুরু করে সমতল এই অ্যাপ খুললেই এক ক্লিকে চোখের সামনে ভেসে উঠবে সেই জায়গার লাইভ ছবি।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 10, 2025 5:42 PM IST