Shantiniketan Tourism: প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তিকে উপলব্ধি করতে আসুন শান্তিনিকেতনের উপাসনাগৃহে
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Souvik Roy
Last Updated:
Shantiniketan Tourism: সপ্তাহের বুধবার গেলে অবশ্যই ঘুরে আসুন এই জায়গা থেকে,এই জায়গা না গেলেই মিস করবেন।
সৌভিক রায়, বীরভূম: সামনেই বসন্ত উৎসব। সব মিলিয়ে জমজমাট বোলপুর শান্তিনিকেতন।আর এই বোলপুর শান্তিনিকেতনের অন্যতম এক আকর্ষণীয় জায়গা হল উপাসনা গৃহ। শান্তিনিকেতনের সূচনাকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শান্তি কামনার্থে প্রতি সপ্তাহে বুধবার সাপ্তাহিক উপাসনা হয়ে আসছে শান্তিনিকেতনের উপাসনা গৃহে।এই উপাসনা পরিচালনার জন্য নির্দিষ্ট কমিটিও রয়েছে বিশ্বভারতীতে।সেই কমিটিই ঠিক করে কোন সপ্তাহে কে পৌরোহিত্য করবেন।
অনেকের কাছে এটি কাচ ঘর নামেও পরিচিত। এটি কাচের দিয়ে তৈরি হলেও এটি হলও একটি ব্রহ্ম উপাসনা আশ্রম।এখানে ব্রহ্মের উপাসনা হয়ে থাকে। এলাকাবাসীরা যেটা জানাচ্ছেন মূলত কাচের তৈরি বলে আগত পর্যটকদের বিভিন্ন টোটোচালক কাচঘর হিসেবে পরিচয় করিয়ে থাকেন।
আরও পড়ুন : ইতালির মিলান থেকে পিংলার গ্রামে হাজির বিদেশি দম্পতি! কারণ জানলে অবাক হবেন
বিশ্বভারতীর একজন গাইড জানান ১৮৯২ সালে এই মন্দিরের উদ্বোধন হয়।এই মন্দির প্রতিষ্ঠা করেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। তখন থেকেই ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা দিবস হিসাবে প্রতি বুধবার সকালে উপাসনা হয়। মন্দির গৃহটি রঙিন কাচ দিয়ে নান্দনিক নকশায় নির্মিত।
advertisement
advertisement
কলকাতা, হাওড়া অথবা শিয়ালদহ স্টেশন থেকে আপনি যে কোনও ট্রেন ধরে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। সেখানে যে কোনও টোটো ধরে আপনি এই উপাসনা গৃহ পৌঁছে যেতে পারবেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 10, 2025 5:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Shantiniketan Tourism: প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তিকে উপলব্ধি করতে আসুন শান্তিনিকেতনের উপাসনাগৃহে