Offbeat News: ইতালির মিলান থেকে পিংলার গ্রামে হাজির বিদেশি দম্পতি! কারণ জানলে অবাক হবেন
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Offbeat News: পট শিল্প নিয়ে গবেষণা, সুদূর ইতালি থেকে পিংলা এলেন এক ইতালিয়ান দম্পতি। ভারতীয় সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরছেন বিদেশেও। এই গ্রামের প্রতিটি মানুষ যেন তার নিজের আত্মীয়, পরিবার সম।
রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: ভারতীয় সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরা হচ্ছে বিদেশেও। এই গ্রামের প্রতিটি মানুষ যেন তাঁদের নিজের আত্মীয়, পরিবারসম। প্রাচীন ইতিহাস জানতে, ভারতীয় কলার ঐতিহ্য ও পরম্পরাকে জানতে সুদূর ইতালি থেকে পশ্চিম মেদিনীপুরের পিংলার পটচিত্র গ্রামে এলেন এক ভারতীয় বংশোদ্ভূত ইতালিয়ান দম্পতি। তিনি ভারতে এলেই আসেন পিংলাতে, কখনও একা, কখনও আবার একাধিক পড়ুয়াদের নিয়ে তিনি আসেন পিংলার নয়াগ্রামে। পটচিত্রের ধারা ও সুদীর্ঘ ইতিহাস নিয়ে গবেষণা করছেন তিনি। এ বারও ভারতে এসে তিনি ঘুরে দেখলেন নয়াগ্রাম, শুনলেন পটুয়াদের মুখে একাধিক গান, হাতে নিয়ে দেখলেন একাধিক পট।
পিংলার নয়াগ্রাম বিখ্যাত পটশিল্পের জন্য। পটুয়াদের রং তুলিতে এবং হাতের ছোঁয়ায় ফুটে ওঠে বিভিন্ন সামাজিক এবং পুরাণ কাহিনী, কখনও আবার সচেতনতামূলক নানা বিষয়। গোটা একটা গ্রামের বেশ কয়েকশো মানুষ নির্ভর পটশিল্পের উপর। যাঁদের উপার্জনের পথ পটের ছবি আঁকা। এই গ্রামে প্রতিদিন বহু পর্যটক আসেন এখানে। শুধু তাই নয়, পর্যটকদের পাশাপাশি আসেন পড়ুয়া, গবেষকরা। এবার পটশিল্প নিয়ে গবেষণার জন্য সুদূর ইতালির মিলান শহর থেকে এসেছেন এক দম্পতি। পটচিত্রের ইতিহাস বর্তমান প্রেক্ষাপট নিয়ে তাঁদের গবেষণা।
advertisement
ভারতীয় বংশোদ্ভূত ইতালির মিলানের বাসিন্দা উর্মিলা চক্রবর্তী। ২০১০ সাল থেকে তিনি পিংলার এই পটগ্রামে আসছেন। ইউরোপের একাধিক জায়গায় তিনি বিভিন্ন পটচিত্রের প্রদর্শনী করেছেন, লিখেছেন গবেষণাধর্মী নানা বই। প্রকাশ করেছেন একাধিক জার্নাল। শুধু তাই নয়, বিভিন্ন পটচিত্র প্রকাশ করেছেন ইতালিতে। মানুষের কাছে তুলে ধরেছেন ভারতীয় সংস্কৃতি ও প্রাচীন কলাকে। প্রায় দশ বছর ধরে তিনি গবেষণা করেছেন পটচিত্রের বিষয়।
advertisement
advertisement
আরও পড়ুন : বলুন তো কোন প্রাণীর দুধ টুথপেস্টের মতো থকথকে বেশি ঘনত্বের জন্য? সঠিক উত্তর অজানা ৯৯%-এর কাছেই! আপনিও জানলে চমকে হাঁ হয়ে যাবেন!
প্রতিদিন বহু পর্যটকের আনাগোনা হয় এই শিল্প-গ্রামে। এ বারও এসেছেন ইতালির মিলান শহর থেকে। ফিরে গিয়ে লিখবেন একাধিক গবেষণাধর্মী লেখা। এভাবেই প্রাচীন এই শিল্প, পিংলার নয়াগ্রামের শিল্পীদের রুচি এবং তাঁদের হাতের কাজ ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 10, 2025 5:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Offbeat News: ইতালির মিলান থেকে পিংলার গ্রামে হাজির বিদেশি দম্পতি! কারণ জানলে অবাক হবেন