পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি এটি! একবার সামনে থেকে দেখলে আর চোখ সরবে না
- Published by:Suman Majumder
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Rolls Royce La Rose Noire Droptail- জেনে নেওয়া যাক এমনই এক গাড়ির কথা, যার দাম এতটাই যে কল্পনাও করা সম্ভব নয়। এটাই নাকি বিশ্বের সব থেকে দামি গাড়ি!
কলকাতা: অনেকেই হয়তো দামি বাড়ি, দামি কাপড় আর দামি গয়না দেখেছেন। কিন্তু, কখনও কি এমন গাড়ি দেখেছেন, যার দাম একটি ছোট দেশের বাজেটের সমান? হ্যাঁ, এমন একটি গাড়ি আছে যার দাম সকলের নজর কেড়ে নেবে।
এই গাড়িটি তৈরি করতে হাজার হাজার ঘন্টা ব্যয় করা হয়েছে এবং এমনকি সবচেয়ে ধনী ব্যক্তিও এটি কেনার আগে ১০০ বার ভাববেন। আসুন জেনে নেওয়া যাক এমনই এক গাড়ির কথা, যার দাম এতটাই যে কল্পনাও করা সম্ভব নয়।
রোলস-রয়েস লা রোজ নয়ার ড্রপটেল –
advertisement
Rolls-Royce La Rose Noire Droptail আবারও বিলাসবহুল গাড়ির ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে। এই গাড়ির দাম এতটাই যে শুনলে হতবাক হয়ে যেতে হবে। এই গাড়িটি বিশ্বের সবচেয়ে দামি গাড়ির খেতাব পেয়েছে।
advertisement
বিশেষ কী আছে এই গাড়িতে –
La Rose Noire Droptail একটি অত্যন্ত সুন্দর এবং বিশেষ গাড়ি। এর ডিজাইন খুবই আকর্ষণীয় এবং এতে অনেক বিশেষ ফিচার দেওয়া হয়েছে। এই গাড়িতে একটি বিশেষ ধরনের কালো রঙ ব্যবহার করা হয়েছে, যা একে দিয়েছে অনন্য লুক। গাড়ির ইন্টিরিয়রেও ব্যবহার করা হয়েছে সবচেয়ে ভাল মানের উপকরণ।
advertisement
আরও পড়ুন- ধন্যবাদ জানিয়ে বাইশ গজ ছাড়লেন শিখর, অবসর নিয়ে কী লিখলেন গব্বর?
কর্মক্ষমতা –
La Rose Noire Droptail একটি শক্তিশালী ৬.৭৫ লিটার টুইন-টার্বোচার্জড V১২ ইঞ্জিন দ্বারা চালিত, যা ৫২৫০ rpm-এ ৫৬৩ bhp শক্তি এবং ১৫০০ rpm-এ ৮২০ Nm-এর সর্বোচ্চ টর্ক উৎপন্ন করে, যা এর বিলাসবহুল মর্যাদার উপযুক্ত কর্মক্ষমতা প্রদান করে।
advertisement
দাম –
এই গাড়ির দাম শুনলে চমকে যেতে হয়। এই গাড়ির দাম ৩০ মিলিয়ন ডলারের বেশি (অর্থাৎ ২৫১ কোটি টাকা)। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই গাড়ির দাম ভারতীয় টাকা অনুযায়ী ২৫১০০০০০০০-এর বেশি। এটির দাম এত বেশি যে, এটি কিনতে অনেককেই নিজেদের পুরো পকেট খালি করতে হবে।
আরও পড়ুন- জয় শাহ আইসিসি চেয়ারম্যান! বিসিসিআই-এর মসনদে তা হলে এবার কে? শোনা যাচ্ছে বড় নাম
কেন এই গাড়ি বিশেষ –
advertisement
এই গাড়িটি শুধু দামের জন্যই নয়, আরও অনেক কারণেই বিশেষ। এই গাড়িটি খুবই আরামদায়ক এবং এতে সব ধরনের সুবিধা পাওয়া যাবে। এই গাড়িটি একটি স্টেটমেন্ট গাড়ি, যা দেখায় গাড়ির মালিক কতটা ধনী।
view commentsLocation :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 25, 2024 4:20 PM IST