Shikhar Dhawan: ধন্যবাদ জানিয়ে বাইশ গজ ছাড়লেন শিখর, অবসর নিয়ে কী লিখলেন গব্বর?
- Published by:Soumendu C
- news18 bangla
Last Updated:
ভারতীয় ওপেনার তথা তারকা ব্যাটার শিখর ধাওয়ান সমস্ত আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন। বাইশ গজে আর ভারতীয় জার্সিতে দেখা যাবে না 'গব্বর' নামে বহুল পরিচিত ওপেনারকে।
নয়াদিল্লি: ভারতীয় ওপেনার তথা তারকা ব্যাটার শিখর ধাওয়ান সমস্ত আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন। বাইশ গজে আর ভারতীয় জার্সিতে দেখা যাবে না ‘গব্বর’ নামে বহুল পরিচিত ওপেনারকে।
As I close this chapter of my cricketing journey, I carry with me countless memories and gratitude. Thank you for the love and support! Jai Hind! 🇮🇳 pic.twitter.com/QKxRH55Lgx
— Shikhar Dhawan (@SDhawan25) August 24, 2024
advertisement
এই প্রসঙ্গে ফেসবুকে পোস্ট করে তিনি লেখেন, ‘আমি এখানেই আমার ক্রিকেট জীবনের ইতি টানলাম। আমি এই যাত্রায় অনেক সুখস্মৃতি আছে। এবং এই জীবনের জন্য আমি সবার কাছেই কৃতজ্ঞ। সবাইকে এই ভালবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। জয় হিন্দ।”
advertisement
২০১০ সালের অক্টোবরে প্রথমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে শিখরের। তারপর ধীরে ধীরে ভারতের নির্ভরযোগ্য ওপেনার হয়ে ওঠেন তিনি। ভারতের হয়ে ক্রিকেটীয় জীবনে মোট ৩৪টি টেস্ট, ১৬৭টি ওডিআই, এবং ৬৮টি টি২০ আন্তর্জাতিক খেলেছেন তিনি। তাঁর সংগ্রহে রয়েছেন মোট ১০ হাজার ৮৬৭ রান। এরমধ্যে রয়েছে ২৪টি শতক এবং ৫৫টি অর্ধশতক রয়েছে।
advertisement
এই প্রসঙ্গে তিনি বলেন, “যখন আমি পিছনে ফিরে তাকাই তখন আমি শুধু সুন্দর মুহূর্তগুলোই দেখতে পাই। এবার সামনে এগিয়ে যাওয়ার সময়।”
ক্রিকেটিয় জীবনে ইতি টানা প্রসঙ্গে তিনি বলেন, “ক্রিকেটকে বিদায় জানানোর সময় উপস্থিত। আমার ইচ্ছা ছিল ভারতের হয়ে খেলার সেটা পূর্ণ হয়েছে। আমি কৃতজ্ঞ বিসিসিআই-এর প্রতি, ডিডিসিএর প্রতি, আমাকে এই সুবর্ণ সুযোগ দেওয়ার জন্য।”
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 24, 2024 5:20 PM IST