9999666555! এই নম্বরে হোয়াটসঅ্যাপ করছেন বহু মহিলা! ব্যাপারটা কী!
- Published by:Suman Majumder
Last Updated:
whatsapp: বহু মহিলা মেসেজ করছেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে! কারণটা কী!
কলকাতা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক , টুইটার, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ বা অন্য কোনও অ্যাপ্লিকেশনের ব্যবহার আজ অনেক বেড়ে গিয়েছে। সমস্যা সমাধানের জন্য বা বিনোদন, তথ্য আদান-প্রদান বা আত্মীয়-স্বজনদের সঙ্গে আলাপ-আলোচনার জন্য বহু মানুষ এই অ্যাপগুলি ব্যবহার করেন।
সোশ্যাল মিডিয়ায় নিয়ে অনেকেরআবার আক্ষেপ রয়েছে। তবে জানেন কি, কখনও কখনও চ্যাটে কথা বলতে অনেকে বিব্রত বোধ করেন। তবে মহিলার কিন্তু খুব একটা বিব্রত হন না। গবেষণা বলছে, মহিলারা ফোনে কথা বলার থেকে মেসেজে বেশি স্বচ্ছন্দ্য।
আরও পড়ুন- জলের দরে Mini Air Cooler! বাজারে এসেই সুপারহিট! আনুন ঠান্ডা ঠান্ডা কুল কুল কুলার
হোয়াটসঅ্যাপে চ্যাটিং মহিলারা কেবল ফোনে কথা বলার চেয়ে সহজ মনে করেন না বরং গোপনীয়তাও অনুভব করেন। হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ে তাঁরা পুরুষদের থেকে অনেক এগিয়ে। একটি মেন্টাল হেলথ সংস্থা একটি হেল্পলাইন নম্বর চালু করেছিল।
advertisement
advertisement
9999666555-এই নম্বরে বহু মহিলা মেসেজ করে জানিয়েছেন, তাঁরা চ্যাট-এ বেশি স্বচ্ছন্দ্য বোধ করেন। ভান্দ্রেওয়ালা ফাউন্ডেশন, একটি মানসিক স্বাস্থ্য সংস্থার বিনামূল্যে জাতীয় হেল্পলাইনের ৩ মাসের পরিসংখ্যান বলছে, মানসিক সমস্যাগুলির বিষয়ে পরামর্শ এবং কাউন্সেলিং চাওয়ার মধ্যে সবচেয়ে বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেছে৷ সেখানে মধ্যবয়সী এবং তার থেকে বেশি বয়সের পুরুষরা টেলিফোনিক কথোপকথন বেশি পছন্দ করেন।
advertisement
১৮ বছরের কম বয়সীদের মধ্যে ৬৫%, ১৮-৩৫ বয়সের ৫০%, ৩৫-৬০ বয়সের ২৮.৩% এবং ৬০+ বয়সের ৮% মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য ফোনে কথা বলতেই পছন্দ করেন বলে জানিয়েছেন।
ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, প্রায় ৫৩ শতাংশ মহিলা হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যবহার করে হেল্পলাইনে যোগাযোগ করতে পছন্দ করেন। সেখানে ৪২ শতাংশ পুরুষ হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যবহার করতে পছন্দ করেন। বহু মানুষ টেলিফোনের মাধ্যমে কাউন্সেলিং নেন।
advertisement
আরও পড়ুন- বাবা-কাকাদের সেই স্কুটার ফিরল আবার, ভারতের বাজারে এল বাজাজ চেতক
বিশেষ বিষয় হল, হোয়াটসঅ্যাপ চ্যাটে অনেকে জানিয়েছেন, বহু মানুষ অফলাইন ক্লিনিকে গিয়ে মানসিক স্বাস্থ্য সহায়তা পেতে চান। বিশেষ করে এই ধরনের মহিলা, মেয়ে এবং যুবক যাঁরা তাদের পরিবার বা সমবয়সীদের না বলে মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করতে চান, তাঁরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 05, 2023 5:25 PM IST