Mini Cooler At Cheap Price: জলের দরে Mini Air Cooler! বাজারে এসেই সুপারহিট! ঘরে আনুন ঠান্ডা ঠান্ডা কুল কুল কুলার! কিনবেন কী ভাবে?
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Mini Cooler At Cheap Price: অ্যামাজনেই মিলছে দুর্দান্ত সব এয়ার কুলার। যা যেমন দামে সস্তা তেমনই কাজেও চমৎকার বলে দাবি প্রস্তুতকারক সংস্থাগুলির।
advertisement
সাধারণত বাড়িতে কুলার লাগালে তার জন্য় একটি নির্দিষ্ট জায়গা ঠিক করতে হয়। কারণ কুলারগুলি তুলনামুলকভাবে বড় হয়। এবার বাজারে এসে গিয়েছে একগুচ্ছ এমন কুলার যা ছ্টো একটা টেবিলেই রেখে দেওয়া যায় স্বচ্ছন্দে। অর্থাৎ এই কুলারগুলি আকারে ছোট বলে আপনার মনে প্রশ্ন আসতে পারে, আদৌ ঘর ঠান্ডা করবে তো? কোম্পানির তরফে জানানো হয়েছে, ঘর ঠান্ডা নিয়ে আপনার কোনও অভিযোগ থাকবে না। তবে চলুন জেনে নিন, কুলারগুলি সম্পর্কে।
advertisement
HGR Creation MINI Air Cooler: অ্যামাজনেই মিলছে দুর্দান্ত সব এয়ার কুলার। যা যেমন দামে সস্তা তেমনই কাজেও চমৎকার বলে দাবি প্রস্তুতকারক সংস্থাগুলির। আপনি Amazon থেকে HGR ক্রিয়েশন মিনি এয়ার কুলার (HGR Creation MINI Air Cooler) অর্ডার করতে পারেন। এই এয়ার কুলারের দাম মাত্র 2,999 টাকা। আপনি 43% ছাড়ে এটি 1,699 টাকায় কিনতে পারবেন আজকের দিনে। এই এয়ার কুলারের অনেক ফিচার রয়েছে, যা একে অন্য়দের থেকে আলাদা করে তোলে। সবচেয়ে বড় ফিচার হল এটি বহনযোগ্য। অর্থাৎ আপনি এটিকে একটি জায়গা থেকে খুব সহজেই অন্য় জায়গায় নিয়ে যেতে পারবেন। দেখতেও আকর্ষণীয়।
advertisement
NL TRADERS-মিনি পোর্টেবল এয়ার কুলার: NL TRADERS-মিনি পোর্টেবল এয়ার কুলারও আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। আপনি এই কুলারটি ২,৪৯৯ টাকায় কিনতে পারবেন। এটিতে আপনি ১০ দিনের রিপ্লেসমেন্ট পলিসি পেয়ে যাবেন। এছাড়াও এতে আপনি অনেক নতুন ফিচার পাবেন। সাইজে ছোট হওয়ায় এটি ঘরে রাখতে কোনও সমস্যা হওয়ার প্রশ্নই নেই।
advertisement
advertisement