বাবা-কাকাদের সেই স্কুটার ফিরল আবার, ভারতের বাজারে এল বাজাজ চেতক
- Published by:Suman Majumder
Last Updated:
Bajaj Chetak premium edition: বাজাজ চেতক মানেই আলাদা নস্ট্যালজিয়া। সেই পুরনো স্কুটার আবার ফিরল ভারতের বাজারে।
কলকাতা: বাজাজ চেতক স্কুটারের প্রিমিয়াম সংস্করণ অনেকগুলি দুর্দান্ত ফিচার্স সহ ভারতে লঞ্চ হয়েছে।
এই প্রিমিয়াম সংস্করণের দাম রাখা হয়েছে 1,51,910 টাকা (এক্স-শোরুম, ব্যাঙ্গালোর)। বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটারের দামও আপডেট করা হয়েছে, যার দাম রাখা হয়েছে 1,21,933 টাকা (এক্স-শোরুম)।
কোম্পানি চেতক প্রিমিয়াম সংস্করণ ২০২৩-এর জন্য বুকিং নেওয়া শুরু করেছে। বাজাজ জানিয়েছে, প্রিমিয়াম সংস্করণ ইলেকট্রিক স্কুটারের ডেলিভারি এপ্রিল ২০২৩- এর পরে শুরু হবে।
advertisement
আরও পড়ুন- এবার গরম জব্দ! এই পাখা চালালেই ঘরের তাপমাত্রা নামবে ১২ ডিগ্রিতে
বাজাজের চেতক ইলেকট্রিক স্কুটারের নতুন প্রিমিয়াম সংস্করণ দেখতে দারুণ। প্রিমিয়াম সংস্করণ সম্পূর্ণ মেটাল বডির। প্রিমিয়াম লুকস, হেডল্যাম্প কেসিং, ব্লিঙ্কার এবং সেন্ট্রাল ট্রিম চারকোল ব্ল্যাক রঙে পিনিশ করা হয়েছে।
advertisement
স্কুটারটিকে একটি প্রিমিয়াম ফিল দিতে বড় এবং নতুন সব রঙের LCD ডিসপ্লে কনসোল যুক্ত করা হয়েছে। রঙের বিকল্পের জন্য এই বৈদ্যুতিক স্কুটারটিতে ৩টি অপশন রয়েছে। এর মধ্যে রয়েছে ম্যাট গ্রে, ম্যাট ক্যারিবিয়ান ব্লু এবং সাটিন ব্ল্যাক।
Bajaj Chetak ইলেকট্রিক স্কুটারে 3 kW লিথিয়াম-আয়ন ব্যাটারি থাকবে। এটি 3.8 kW বৈদ্যুতিক মোটর দ্বারা চালিত হবে। এটি 1,400rpm এ 16Nm টর্ক জেনারেট করতে সক্ষম। স্কুটারটি ইকো এবং স্পোর্ট- দুটি রাইডিং মোডে চালানো যাবে।
advertisement
বাজাজের নতুন ইলেকট্রিক চেতক স্কুটারটি ইকো মোডে একবার চার্জে ৯৫ কিলোমিটার এবং স্পোর্ট মোডে ৮৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম।
আরও পড়ুন- দিনের কোন সময় চার্জ দিলে সুস্থ থাকবে আপনার মোবাইলের ব্যাটারি! জেনে নিন
view commentsOla, Ather, Hero, TVS-এর বৈদ্যুতিক স্কুটারগুলির সাথে প্রতিযোগিতায় Bajaj Chetak-এর প্রিমিয়াম সংস্করণ কতটা সফল হবে সেটাই এখন দেখার মতো বিষয়। তবে লুকসের দিক থেকে এই স্কুটার দেশ দশ পাবে। তার উপর চেতক মানেই বহু মানুষের কাছে নস্টালজিয়া।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2023 6:26 PM IST