Cloud cooling fan: এবার গরম জব্দ! এই পাখা চালালেই ঘরের তাপমাত্রা নামবে ১২ ডিগ্রিতে
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
India's first cloud cooling fan: দেশে আসছে এক নতুন ধরনের বৈদ্যুতিন পাখা, যা ঘরের তাপমাত্রা কমিয়ে আনতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াসে। অন্তত তেমনই দাবি করছেন নির্মাতা সংস্থার কর্ণধারেরা।
advertisement
advertisement
নির্মাতা সংস্থার দাবি, ‘ক্লাউড ৩ কুলিং ফ্যান’-এর নকশাই একদম স্বতন্ত্র। এতে রয়েছে ৪.৫ লিটার ক্ষমতা সম্পন্ন একটি জলের ট্যাঙ্ক। ঠান্ডা হাওয়ার রহস্য এটাই। এই জল প্রায় ৮ ঘণ্টা পর্যন্ত ঘর ঠান্ডা করতে পারবে। ঘরের তাপমাত্রা ১২ ডিগ্রি পর্যন্ত নামিয়ে আনতে পারবে। সংস্থার এমডি এবং সিইও রাকেশ খান্না বলেন, ‘ক্লাউড ৩ ফ্যান এবং এর ক্লাউডচিল প্রযুক্তি একেবারে নতুন। এতে রয়েছে একটি ইন-বিল্ট ক্লাউড চেম্বার।
advertisement
যা জলকে অনেকটা মেঘের মতো ন্যানো পার্টিকেলে রূপান্তরিত করে।’ সেই সঙ্গে রয়েছে অ্যারোডাইনামিক্যালি ডিজাইন করা পাখার ব্লেড। যা ঠান্ডা বাতাস সারা ঘরে ছড়িয়ে দেয়। রাকেশ খন্না জানান ওরিয়েন্টের প্রিমিয়াম বিভাগের এই পাখা মানুষের মধ্যে জনপ্রিয় হবে, বিশেষত ভারতের মতো দেশে। তবে আপাতত নির্দিষ্ট কিছু দোকান থেকেই এই পাখা কেনা যাবে।
advertisement
কিন্তু সত্যিই কি এই পাখা থেকে মেঘ বেরিয়ে আসবে! এমন মজার অভিজ্ঞতা নাও হতে পারে। তবে পাখার সুখ উপভোগ করা যাবে ভাল ভাবেই। সাড়ে চার লিটার জলের ট্যাঙ্কটিতে অনায়াসে ভরে দেওয়া যাবে বরফ ঠান্ডা জল, যদি কেউ অতিরিক্ত শীতলতা চান। সেই সঙ্গে চাইলে সুগন্ধি মিশিয়েও দেওয়া যায়। ঘরের পরিবেশ বদলে যাবে মুহূর্তে। ৮ ঘণ্টা স্থায়ী থাকবে এই ব্যবস্থা। শুধু তাই নয়। এর ডিজাইনও বেশ অভিনব। কোনও রকম শব্দ ছাড়াই শীতল হাওয়ার প্রবাহ তুলতে পারে এটি। সহজ নিয়ন্ত্রণের জন্য রয়েছে রিমোট কন্ট্রোল। প্রাথমিক ভাবে সীমিত সময়ের অফারে Amazon থেকে কিনে নেওয়া যাবে এই পাখা। পরে নির্দিষ্ট খুচরো দোকানেও পাওয়া যাবে।
advertisement