কেন চার্জারের সঙ্গে ছোট তার দেয় কোম্পানি? এতে লাভ কার, জেনে নিন

Last Updated:

Mobile Charger: কেন মোবাইল চার্জারে ছোট তার দেওয়া হয় এখন, জেনে নিন।

নয়াদিল্লি: যে কোনো ফোনের জন্য চার্জার খুবই গুরুত্বপূর্ণ। এটি ছাড়া ফোন চার্জ করা যাবে না। আপনি প্রায় প্রতিটি ফোন বক্সে একটি চার্জার পাবেন। তবে এই চার্জারগুলির সঙ্গে থাকা তার বেশিরভাগ ক্ষেত্রে খুব ছোট।
ছোট তার হওয়ায় অনেক সময় চার্জিং-এর সময় ফোন ব্যবহার করতে সমস্যায় পড়তে হয়। ছোট তারের জন্য সমস্যা হলেও আসলে এতে আপনারই উপকার। মোবাইল কোম্পানিগুলি ইচ্ছাকৃতভাবে চার্জারে ছোট তার দেয়।
আরও পড়ুন- ফ্রি এর দিন শেষ! এবার Google-এ কিছু সার্চ করতে দিতে হবে টাকা
আসলে, মোবাইল কোম্পানিগুলি ফোনের চার্জারের তার ছোট করে দেয় যাতে আপনি আপনার ফোনটিকে চার্জ করার সময় বেশিক্ষণ ব্যবহার করতে না পারেন।
advertisement
advertisement
চার্জ করার সময় ফোন ব্যবহার করলে এর ব্যাটারি দ্রুত ড্রেন হয়ে যায়। শুধু তাই নয়, চার্জ করার সময় মোবাইল ব্যবহার করলেও ফোন গরম হয়ে যায়। এ ছাড়া ফোনটি চার্জিং এ রেখে ব্যবহার করলে চার্জ হতে অনেক সময় লাগে।
বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে, চার্জ করার সময় মোবাইলের ব্যাবহারের ফলে ব্যাটারি ফেটে গিয়েছে। চার্জ করার সময় মোবাইল ব্যবহার করলে ফোনের ব্যাটারি ব্যাকআপও কমে যায়।
advertisement
কয়েক বছর আগেও চার্জারের তার অনেকটাই লম্বা হত। তবে সময়েরজানতে পেরেছে প্রতিটি সংস্থা। চার্জের সময় ফোন ব্যবহার করার ফলে ফোনের ব্যাটারিতে সমস্যা শুরু হয়। এর পর গ্রাহকরা ব্যাটারি নষ্ট হওয়ার বিষয়ে কোম্পানিগুলোর কাছে অভিযোগ করতে শুরু করেন।
advertisement
একের পর অভিযোগের পর কোম্পানিগুলি আসল কারণ খুঁজতে শুরু করে। তার পর ঠিক করা হয়, চার্জারের তার ছোট করে দেওয়া হবে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
কেন চার্জারের সঙ্গে ছোট তার দেয় কোম্পানি? এতে লাভ কার, জেনে নিন
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement