Air Conditioner Tips: গরমে এসি চলুক দীর্ঘক্ষণ! কয়েকটি নীতি মেনে চললেই কমবে খরচের ধাক্কা

Last Updated:

Air Conditioner Tips: সঠিক তাপমাত্রায় চালালে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র কম ক্ষতিগ্রস্ত হয়। ফলে বারবার মেরামতের খরচ বাঁচানো অনেক সহজ হয়ে যায়।

নয়াদিল্লি: শীতের বেলা শেষ হয়ে ধীরে ধীরে গ্রীষ্ম আসছে। গ্রীষ্মের মরশুমে এসি বা কুলারের মতো যন্ত্রের চাহিদা ক্রমাগত বাড়ছে এদেশে। কিন্তু বেশিরভাগ মানুষই জানে না কোন তাপমাত্রায় এয়ার কন্ডিশনার (এসি) চালানো উচিত। সঠিক তাপমাত্রায় চালালে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র কম ক্ষতিগ্রস্ত হয়। ফলে বারবার মেরামতের খরচ বাঁচানো অনেক সহজ হয়ে যায়। তাছাড়া, সঠিক তাপমাত্রায় এসি চালালে টাকা সাশ্রয়ও করা যায় অনেকখানি।
আদর্শগত ভাবে যে কোনও ঘরে এসি চালু রাখার জন্য কুলিং সিস্টেম বন্ধ না করে কমপক্ষে ১৫ মিনিটের জন্য এসি চলতে দেওয়া উচিত। তবে এটির জন্য প্রতিদিন এক বা দুই ঘণ্টা ডাউনটাইম প্রয়োজন হবে। অবশ্যই মনে রাখতে হবে যে এসি ইউনিট কতক্ষণ চালানো হবে তার উপর নির্ভর করেই তাপমাত্রার পরিমাণ স্থির করা দরকার।
advertisement
advertisement
এসি ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে—
উচ্চ তাপমাত্রায় এসি না চালানোই ভাল:
গরমের দিনে নিজেকে ঠান্ডা রাখতে বেশির ভাগ সময়ই দিনরাত এসি ব্যবহার করেন অনেকে, তাও অতি উচ্চ তাপমাত্রায়। সকলেই চান গরমের সময় তাঁর এসি মেশিনটি মসৃণ ভাবে চলুক। কিন্তু এমন করতে থাকলে এসির ইভাপোরেটর কয়েল জমে যেতে পারে।
advertisement
এসি একটানা চালানোর জন্য এর যন্ত্রাংশের একটা নির্দিষ্ট গতি প্রয়োজন। এর ফলে এয়ার কন্ডিশনার সিস্টেমে প্রচণ্ড চাপ পড়ে। সাধারণত বেশিরভাগ এসি ইউনিট ৬৫ থেকে ৮০ ডিগ্রির মধ্যে থার্মোস্ট্যাট সেট করলে ভাল কাজ করতে পারে।
advertisement
এসি ইউনিট চেক করা প্রয়োজন:
যাইহোক, যে কোনও এসি সিস্টেম উচ্চ তাপমাত্রায় আসতে কিছুটা সময় লাগতে পারে। নিজের এসি ইউনিটটি গ্রীষ্মের জন্য প্রস্তুত কিনা তা প্রথমেই নিশ্চিত করে নিতে হবে। সেজন্য, C&C হিটিং এবং এয়ার কন্ডিশনিং-এ চালু করে দেখতে হবে।
এই বিষয়গুলি মাথায় রাখলেই বেশ খানিকটা স্বস্তিতে কাটিয়ে দেওয়া যাবে আগামী গরমের দিনগুলি।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Air Conditioner Tips: গরমে এসি চলুক দীর্ঘক্ষণ! কয়েকটি নীতি মেনে চললেই কমবে খরচের ধাক্কা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement