এই মাসের শেষেই বন্ধ হয়ে যাচ্ছে Whatsapp

Last Updated:

বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ৷

#নয়াদিল্লি: বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ৷ সূত্রের খবর, ৩০ জুনের পর থেকেই বেশ কয়েকটি স্মার্টফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ ৷ এর ফলে হোয়াটস অ্যাপের মাধ্যমে চ্যাটে পড়তে চলেছে যতি চিহ্ন ৷
হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে লাগাতার অ্যাপটিকে আপডেট করা হচ্ছে ৷ পাশাপাশি বেশ কয়েকটি উন্নত ও নতুন ফিচার্স যোগ করা হচ্ছে ৷ এই জন্য বেশ কয়েকটি স্মার্টফোন যাতে এই আপডেটেড ভার্সান কাজ করবে না তাতে পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
সব চেয়ে জনপ্রিয় চ্যাটিং অ্যাপ হচ্ছে হোয়াটসঅ্যাপ ৷ এবার থেকে এই অ্যাপটি আরও হাইটেক, সুরক্ষিত ও ফিচারলেস হতে চলেছে ৷ এবার থেকে এই অ্যাপটি আরও হাইটেক, সুরক্ষিত ও ফিচারলেস হতে চলেছে ৷ সম্প্রতি হোয়াটসঅ্যাপে বেশ কয়েকটি নতুন ফিচার্স যোগ করা হয়েছে যা এই অ্যাপটিকে ব্যবহারকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে ৷ ফ্রন্ট ক্যামেরা স্ক্রিন ফ্ল্যাশ, ফোটো এডিটিং টুল, ভিডিও কলিংয়ের মতো নতুন ফির্চাসগুলি অনেক কাজ সহজ করে দিতে চলেছে ৷
advertisement
advertisement
কিন্তু সমস্যা একটাই ৷ এখন থেকে আর সকলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না ৷ সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে যে তারা বেশ কয়েকটি হ্যান্ডসেটে হোয়াটসঅ্যাপ বন্ধ করতে চলেছে ৷ ব্ল্যাকবেরি, ব্ল্যাকবেরি ১০, নোকিয়া এস৪০, নোকিয়া সিম্বিয়ান এস৪০, iPhone 3GS, Windows 7.1, Android 2.1 or Android 2.2, মোবাইলগুলিতে আর চলবে না এই অ্যাপ ৷
advertisement
এই হ্যান্ডসেটগুলিতে ৩০ জুনের পর থেকে আর হোয়াটস অ্যাপ পরিষেবা মিলবে না ৷ তাই সংস্থার তরফে গ্রাহকদের জানানো হয়েছে, তাদের কাছে যদি পুরনো ফোন থাকে তাহলে জুন মাস শেষ হওয়ার আগেই যেন তারা তাদের হ্যান্ডসেটগুলি বদলে ফেলে ৷ যাতে নির্বিঘ্নে চলে হোয়াটস অ্যাপ চ্যাট ৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এই মাসের শেষেই বন্ধ হয়ে যাচ্ছে Whatsapp
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement