WhatsApp New Feature: দারুণ খবর ! এবার থেকে একাধিক ফোনে খোলা যাবে নিজের হোয়াটসঅ্যাপ

Last Updated:

শুধুমাত্র একটা নয়, একাধিক ফোনে এবার থেকে নিজেদের হোয়াটসঅ্যাপ অন রাখতে পারবেন গ্রাহকরা ৷ কারণ হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে নতুন ফিচার ৷

কলকাতা: স্মার্টফোন ব্যবহার করেন আর হোয়াটসঅ্যাপ করেন না ৷ এমন মানুষের সংখ্যা পৃথিবীতে এখন খুবই কম ৷ এবার সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্যই দারুণ খবর ৷ কারণ শুধুমাত্র একটা নয়, একাধিক ফোনে এবার থেকে নিজেদের হোয়াটসঅ্যাপ অন রাখতে পারবেন গ্রাহকরা ৷ কারণ হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে নতুন ফিচার ৷ যার মাধ্যমে এটা করা সম্ভব ৷
সব ফোনেই একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট হবে ৷ এবং আপনার ব্যক্তিগত মেসেজ, মিডিয়া ফাইল এবং কল রেকর্ডগুলিতে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে ৷ সংস্থার পক্ষ থেকে মঙ্গলবার এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে ৷
advertisement
এর পাশাপাশি এবার থেকে হোয়াটসঅ্যাপে সেভ রাখা যাবে ডিসঅ্যাপিয়ারিং মেসেজও ৷ কিছুদিন আগেই তার পদ্ধতি জানিয়েছিলেন জুকেরবার্গ ৷ ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, হোয়াটসঅ্যাপে অনেকেই এই ফিচার ব্যবহার করেন। আপনি যদি চান আপনার পাঠানো কোনও মেসেজ নির্দিষ্ট সময়ের পর নিজে থেকেই ডিলিট হয়ে যাক, তাহলে এই ফিচার ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে চাইলেও সেই সময় পেরিয়ে গেলে আর হাপিস হয়ে যাওয়া বার্তাটি যিনি পাচ্ছেন, তিনি এর আগে পড়তে পারতেন না। কারণ এই মেসেজ গুলির একটি এক্সপায়ারি ডেট থাকে।
advertisement
এবার ধরুন এই ডিসঅ্যাপিয়ারিং মেসেজগুলির মধ্যে কোনওটি আপনি নিজের কাছে সেভ রাখতে চান, তাহলে সেই উপায়ও আনছে হোয়াটসঅ্যাপ। ফেসবুক কর্তা মার্ক জুকেরবার্গ এই বার্তা শেয়ার করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
WhatsApp New Feature: দারুণ খবর ! এবার থেকে একাধিক ফোনে খোলা যাবে নিজের হোয়াটসঅ্যাপ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement