ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল-এর প্রতি মরশুমেই কেউ না কেউ রাতারাতি তারকা হয়ে ওঠেন। এই তো দিন কয়েক আগেই কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর-এর রিঙ্কু সিংয়ের পারফরম্যান্স সকলকে তাক লাগিয়ে দিয়েছিল। আবার চলতি মাসের প্রথম দিকেই মাঠে উপস্থিত ক্যামেরাপার্সনদের নজর কেড়েছিলেন আরও এক জন। ফলে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি আর তাঁর সেই ছবিই নেটিজেনদের মুগ্ধ করেছেন। কে ইনি? জেনে নেওয়া যাক সেটাই।
কাব্যা হলেন এসআরএইচ-এর মালকিন এবং সিইও। বছরের গোড়ার দিতে আইপিএল নিলামে দেখা গিয়েছিল তাঁকে। প্রভাবশালী পরিবারের মেয়ে। বাবার নাম কালনিধি মারান। যিনি এক জন কোটিপতি এবং মিডিয়া সাম্রাজ্যের অধীশ্বর। কাব্যার বাবা আসলে সান গ্রুপের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা। সেই সঙ্গে তিনি এসআরএইচ-এর সহ-মালিকও বটে। কাব্যা ২০১৮ সালে এই ফ্র্যাঞ্চাইজির সিইও-র দায়িত্ব পান। সেই সঙ্গে তিনি সান টিভি নেটওয়ার্কের ব্যবসাতেও বেশ সক্রিয়।
পরিবার: প্রভাবশালী পরিবারের কন্যা কাব্যা। সেই সঙ্গে তাঁর পরিবার ঐতিহ্যের গভীর পৃষ্ঠপোষক। কাব্যার মা কাবেরী মারান হলেন সোলার টিভি কমিউনিটি রেসট্রিক্টেডের সিইও। সেই সঙ্গে দেশের সবথেকে বেশি উপার্জনকারী মহিলা ব্যবসায়ীও বটে। এছাড়া তাঁদের পরিবারে রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও। ডিএমকে দলের দয়ানিধি মারান হলেন কাব্যার কাকা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুরাসোলি মারান আবার কাব্যার ঠাকুর্দা। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী মুথুভেল করুণানিধিও তাঁদের নিকট আত্মীয়।