বাড়ুক ভ্যাকসিন নেওয়ার সচেতনতা, WhatsApp-এর বিশেষ কোভিড ভ্যাকসিন স্টিকার প্যাক ডাউনলোড করবেন কী ভাবে?

Last Updated:

এই উদ্যোগের ফলে WhatsApp-এর ব্যবহারকারী, লক্ষ লক্ষ মানুষ অনুপ্রাণিত হবেন ভ্যাকসিন নিতে এমনটাই মনে করছেন WhatsApp কর্তৃপক্ষ

বাড়ুক ভ্যাকসিন নেওয়ার সচেতনতা, WhatsApp-এর বিশেষ কোভিড ভ্যাকসিন স্টিকার প্যাক ডাউনলোড করবেন কী ভাবে?
বাড়ুক ভ্যাকসিন নেওয়ার সচেতনতা, WhatsApp-এর বিশেষ কোভিড ভ্যাকসিন স্টিকার প্যাক ডাউনলোড করবেন কী ভাবে?
WhatsApp: কোভিড ১৯ ভাইরাসের দ্বিতীয় তরঙ্গ ভয়াবহ আকার ধারণ করেছে ভারতবর্ষে। সারা দেশ জুড়ে ভাইরাসের এই মারণ ওয়েভে লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। দৈনিক সংক্রমণের নিরিখে এই মুহূর্তে সারা বিশ্বে শীর্ষস্থানে রয়েছে ভারত। মৃতের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে৷ এই অবস্থায় অভিনব উদ্যোগ নিল WhatsApp। চ্যাটিং এর সঙ্গে স্মাইলি ও জিফের পাশাপাশি এবার থাকবে ভ্যাকসিনেশনের স্টিকার। মূলত সারা বিশ্ব জুড়ে ভ্যাকসিনেশনের উদ্যোগকে আরো কার্যকরী করতে এই ভূমিকা নিয়েছে WhatsApp। এই উদ্যোগের ফলে WhatsApp-এর ব্যবহারকারী, লক্ষ লক্ষ মানুষ অনুপ্রাণিত হবেন ভ্যাকসিন নিতে এমনটাই মনে করছেন WhatsApp কর্তৃপক্ষ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সঙ্গে যৌথ উদ্যোগে WhatsApp এই ভূমিকা নিয়েছে৷ উল্লিখিত নতুন এই উদ্যোগে মোট সাতাশটি স্টিকার রাখা হয়েছে। প্রত্যেকটিই কোভিড ভ্যাকসিনেশন সংক্রান্ত। এই সাতাশটি স্টিকারের প্রতিটিই একজন মানুষকে অনুপ্রাণিত করবে ভ্যাকসিনের গুণাগুণ নিয়ে। সঠিম ভ্যাকসিনেশনই যে মারণ ভাইরাসকে দূরে সরিয়ে রাখতে পারে, মানুষের কাছে সেই ধারণাই পৌঁছে দেবে WhatsApp। নতুন স্টিকারের সুবিধা পাওয়া যাবে Android ও IOS এই দুই প্রসেসরের ক্ষেত্রেই।
advertisement
ঘটনাটি নিয়ে মুখ খুলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিজিটাল চ্যানেল টিমের মুখ্য প্যাটিনসন (Pattinson)। নতুন এই স্টিকার যে প্রতিটি মানুষকে ভ্যাকসিন সম্পর্কে আশা প্রদান করবে, এমনটাই মনে করেছেন তিনি। পাশাপাশি তাঁর বক্তব্য এই স্টিকারগুলি সামনের সারির কোভিড যোদ্ধাদের সম্মান প্রদর্শনের উদ্দেশ্যেও তৈরি করা হয়েছে।
advertisement
কিন্তু এই স্টিকার ব্যবহার করা যাবে কী ভাবে? Android ও IOS ব্যবহাকারী মানুষজনকে প্রথমে নিজের চ্যাটবক্স অথবা গ্রুপ খুলতে হবে। যেখানে তাঁরা এই ভ্যাক্সিন ফর অল স্টিকার পাঠাতে চান। এর পর ক্যামেরার কাছাকাছি থাকা সমস্ত স্টিকারগুলির কাছে প্লাস আইকনের উপরে ক্লিক করলেই, সমস্ত স্টিকারগুলিকে ডাউনলোড করা সম্ভব।
advertisement
বিশ্বব্যাপী এই উদ্যোগের পাশাপাশি ভারতেও WhatsApp চমৎকার একটি উদ্যোগ নিয়েছে। MyGov-এর সঙ্গে যৌথতায় ভারতে WhatsApp একটি চ্যাটবট তৈরি করেছে। যে চ্যাটবটের মধ্যে দিয়ে ভারতে WhatsApp ব্যবহারকারী প্রত্যেকে ভ্যাকসিনের বিষয়ে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি জানতে পারবেন। MyGov Whatsapp Chatbot ব্যবহারকারীর সংখ্যা ইতিমধ্যেই তিন লক্ষ ছুঁয়েছে। যে সকল মানুষ এই চ্যাটবট ব্যবহার করতে চায়, তাদের প্রথমে '9013151515' নম্বরটি নিজের ফোনে সেভ করতে হবে৷ তার পর WhatsApp-এর মাধ্যমে সেই বটে মেসেজ করলেই পাওয়া যাবে প্রয়োজনীয় তথ্য।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
বাড়ুক ভ্যাকসিন নেওয়ার সচেতনতা, WhatsApp-এর বিশেষ কোভিড ভ্যাকসিন স্টিকার প্যাক ডাউনলোড করবেন কী ভাবে?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement