আপনার ফোন কি ওয়াটারপ্রুফ? জানিয়ে দেবে আইপি রেটিং, জেনে নিন সেটা কী!
- Published by:Suman Majumder
- trending desk
Last Updated:
IP Rating: স্মার্টফোন-এর আইপি রেটিং সম্পর্কে ধারণা থাকা খুব প্রয়োজন।
#নয়াদিল্লি: আমরা অনেকেই হয় তো স্মার্টফোন কেনার সময় স্মার্টফোনের স্পেক শিটসের প্রসঙ্গে আইপি রেটিংয়ের কথা শুনেছি। সাধারণত আইপি রেটিংয়ের অর্থ আমাদের স্মার্টফোন ধুলোময়লা এবং জল থেকে কতটা সুরক্ষিত তা বোঝানোর জন্য ব্যবহার করা হয়।
বিভিন্ন স্মার্টফোনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আইপি রেটিং রয়েছে এবং এই কথাও মনে রাখা প্রয়োজন আইপি রয়েছে মানেই আমাদের ফোন সুরক্ষিত এমনটা কিন্তু নয়। তাই আইপি রেটিং সম্পর্কে ধারণা থাকা খুব প্রয়োজন।
আইপি রেটিং কী?
আইপি রেটিয়ের সম্পূর্ণ অর্থ ‘ইংগ্রেস প্রোটেকশন’। এটি এক ধরনের পরিমাপ পদ্ধতি সেটি গ্রাহকদের নিশ্চয়তা প্রদান করে যে তাঁদের স্মার্টফোনে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রিক্যাল জিনিস ধুলোময়লা বা জল থেকে কতটা সুরক্ষিত ভাবে আচ্ছাদিত রয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন- এবার আইফোন কেনার ইচ্ছে হবে পূর্ণ! iPhone 14 Plus-এ আকর্ষণীয় ছাড়
আর মনে রাখা দরকার এখানে শুধুমাত্র ধুলো এবং জলের কথাই বলা হয়েছে, সামুদ্রিক জল, কফি বা হ্যান্ড স্যানিটাইজারের মতো অন্যান্য দ্রব্যের কথা কিন্তু উল্লেখ করা নেই। আইপি রেটিং প্রদান করা হয় ইন্টারন্যাশনাল ইলেকট্রনিক্যাল কমিশন দ্বারা।
যে কোনও স্মার্টফোন কোম্পানিকে আইপি রেটিং পেতে হলে তাদের স্মার্টফোনগুলিকে কোনও স্বায়ত্তশাসিত সংস্থার কাছে টেস্টিংয়ের জন্য পাঠানো হয়। এই ধরনের সংস্থাগুলি স্মার্টফোনের বিভিন্ন উপাদানকে ল্যাব টেস্টিংয়ের মাধ্যমে আইপি রেটিং প্রদান করে।
advertisement
আইপি রেটিং পেতে হলে কী করতে হয়?
সাধারণত আইপি রেটিংয়ের জন্য স্মার্টফোনের দামও খানিকটা বেড়ে যায়। এটি বাইরের কোনও স্বায়ত্তশাসিত সংস্থার কাছে টেস্টিংয়ের জন্য পাঠানো হয় বলে খরচসাপেক্ষ।
তবে প্রতিটি আইপি রেটিংয়ের জন্য টেস্ট করা কষ্ট ও খরচ সাপেক্ষ তাই, কোনও কোম্পানি যদি নিজেদের স্মার্টফোনের রেটিং সম্পর্কে আত্মবিশ্বাসী থাকে, তবে তারা আইপি ৬৮ বা আইপি ৬৬ রেটিংয়ের জন্য আবেদন করতে পারে। সেটি নির্ভর করবে কোম্পানি কোন আইপি রেটিংয়ের প্রত্যাশী তার উপরে। আইপি রেটিং যত বেশি হবে, ততই খরচও বাড়বে।
advertisement
এর জন্য কোম্পানিগুলি সাধারণত দু’ধরনের পদ্ধতি অবলম্বন করে। তারা সাধারণত ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে আভ্যন্তরীণ আইপি টেস্ট করিয়ে ফোনের দাম কমাতে চেষ্টা করে। আভ্যন্তরীণ আইপি টেস্টে পাওয়া তথ্যকে এই কোম্পানিগুলি গ্রাহকদের কাছে ফোনের ফিচার হিসেবে উপস্থাপন করে।
কীভাবে আইপি রেটিং পড়তে হয়?
আইপি রেটিংয়ে সাধারণত দুটি ডিজিট থাকে যেমন, 68, X8, 67, 66। এগুলিকে পড়তে হয় খানিকটা এই ভাবে, IP 6 and 8 or IP X এবং 8। কোনও মতেই শুধুমাত্র 68 বা 67 নয়।
advertisement
এর মধ্যে প্রথম ডিজিটটি ধুলোবালি থেকে সুরক্ষিত রাখতে ব্যবহৃত হয়, এটির স্কোর ০ থেকে ৬। ‘৬’-এর অর্থ ফোনটি সম্পূর্ণ ভাবে ধুলো থেকে সুরক্ষিত, যদি স্কোর ‘০’ হয় তবে এটিকে ‘X’ দ্বারা প্রতীকায়িত করা হয়। সাধারণত অধিকাংশ ফোনই ৫ থেকে ৬ স্কোরের মধ্যেই অবস্থান করে।
আরও পড়ুন- নতুন বছরে WhatsApp-এর উপহার! আসছে মাল্টিপল চ্যাট অপশন
দ্বিতীয় ডিজিটটি জল থেকে কতটা সুরক্ষিত তা বোঝানোর জন্য ব্যবহৃত হয়। এর রেটিং স্কেল ০ থেকে ৮। ৮ রেটিং যুক্ত স্মার্টফোন প্রায় ১ মিটার গভীরতার জলে ৩০ মিনিট পর্যন্ত থাকতে পারে।
advertisement
IPX8, IP66, IP67, IP68 অর্থ কী?
উদাহরণ হিসেবে এবারে ধরা যাক স্যামসাংয়ের কথা। এর নতুন ফোল্ডেবল স্মার্টফোন ‘IPX8’ সহ উপলব্ধ অর্থাৎ এটি জল থেকে সম্পূর্ণ সুরক্ষিত হলেও ধুলো থেকে সুরক্ষিত নয়। কেন না, এতে প্রথম ডিজিটে ‘X’ ব্যবহার করা হয়েছে।
এবারে সমস্যা হল যে কোনও ভেজা জিনিস খুব দ্রুত ধুলো-বালি আকর্ষণ করে, ফলে কোনও স্মার্টফোন যদি ‘ডাস্ট
advertisement
প্রোটেক্টেড’ না হয়, তবে তা স্ক্রিনের ক্ষতি করতে পারে। তবে আগেও বলা হয়েছে আইপি শুধুমাত্র জল এবং ধুলোর প্রসঙ্গে ব্যবহার করা হয়, তাই এই ধরনের স্মার্টফোন নিয়ে সমুদ্রে বা সৈকতে না যাওয়াই ভাল।
IP66- এটি ধুলো থেকে সম্পূর্ণ সুরক্ষা দিলেও জল থেকে সম্পূর্ণ সুরক্ষা প্রদান করে না। সামান্য জল বা হাত ফসকে পড়ে যাওয়া পর্যন্ত ঠিক আছে, এর বেশি এটি সুরক্ষা দেবে না।
IP67- এটিও ধুলো থেকে সম্পূর্ণ সুরক্ষা দিলেও জল থেকে সম্পূর্ণ সুরক্ষা প্রদান করে না। তবে IP66-এর তুলনায় এটি ভাল।
IP68- এটি ধুলো এবং জল দুই থেকেই সম্পূর্ণ সুরক্ষা দেয়।
শেষে গ্রাহকদের আবারও মনে করিয়ে দেওয়া হচ্ছে যে এই রেটিং শুধুমাত্র ধুলো এবং জলের থেকেই সুরক্ষা দেয়, সামুদ্রিক জল, কফি বা হ্যান্ড স্যানিটাইজারের মতো অন্যান্য দ্রব্যের থেকে কিন্তু এটি সুরক্ষা প্রদান করে না।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 11, 2023 6:48 PM IST

