Web Browser: ব্রাউজার স্লো হয়ে পড়েছে? এখনই ক্যাশে-কুকিজ ক্লিয়ার করুন, জানুন কীভাবে!

Last Updated:

Web Browser:ডিভাইসের কুকিজ, ক্যাশে এবং হিস্টরি ডিলিট করার আগে জেনে নেওয়া প্রয়োজন এগুলো আসলে কী। জানুন

#নয়া দিল্লি:  যে কোনও ব্রাউজারে সংশ্লিষ্ট ইউজারদের অনেক ধরনের তথ্য জমা হতে থাকে। এর মধ্যে রয়েছে সেই ইউজার দ্বারা দেখা বিভিন্ন ধরনের ওয়েবসাইট, সেই ইউজারের পাসওয়ার্ড, ব্রাউজিং হিস্টরি, ডাউনলোড করা ডেটা এবং অন্যান্য বিভিন্ন তথ্য। এই সকল ডেটা ইউজারদের ডিভাইসে জমা হতে থাকে। এর ফলে সেই ডিভাইস স্লো হওয়া শুরু করে। এর ফলে নিজেদের ব্রাউজারের ক্যাশে, কুকিজ এবং হিস্টরি নির্দিষ্ট সময় অন্তর ডিলিট করা প্রয়োজন। এর ফলে নিজেদের কম্পিউটারের স্টোরেজ খালি হয় এবং তার স্পিড বেড়ে যায়।
ডিভাইসের কুকিজ, ক্যাশে এবং হিস্টরি ডিলিট করার আগে জেনে নেওয়া প্রয়োজন এগুলো আসলে কী। ইউজাররা যখন কোনও ওয়েবসাইট খোলেন, তখন বেশিরভাগ ক্ষেত্রে একটি পপ আপ দেখা যায়, যা অনুমতি চায়। এটি হল কুকিজ। কুকিজ হল সেই ফাইল যা ইউজারদের দ্বারা দেখা ওয়েবসাইট তৈরি করে। যখন কোনও ইউজার ব্রাউজারে কিছু খুঁজতে থাকেন অথবা কোন ওয়েবসাইটে দ্বিতীয়বার ভিজিট করেন, কুকিজ সেই ব্রাউজিংয়ের বিভিন্ন তথ্য ট্র্যাক করতে থাকে। কুকিজ সেটি ট্র্যাক করে ইউজারদের সহজেই সেই ওয়েবসাইট খুঁজে পাওয়ার জন্য।
advertisement
ক্যাশে এবং হিস্টরি -
যখন কেউ কোনও ওয়েবসাইটে ভিজিট করেন, তখন ক্যাশে সেই ওয়েবসাইটের কিছু অংশ মনে করে রাখে। এর ফলে ইউজার সেই ওয়েবসাইটে আবার ভিজিট করলে খুব দ্রুত গতিতে সেটি খুলে যায়। ইউজারদের দ্বারা দেখা আগের ওয়েবসাইটের সূচি হল হিস্টরি। ইউজাররা নিজেদের হিস্টরি ডিলিট করে নিজেদের বিভিন্ন তথ্য সুরক্ষিত রাখতে পারেন।
advertisement
advertisement
গুগল ক্রোম থেকে ডিলিট করার উপায় -
এর জন্য সবার প্রথমে নিজেদের ডিভাইসে গুগল ক্রোম খুলতে হবে। এরপর উপরে ডানদিকে থাকা তিনটি ডট বাটনে ক্লিক করতে হবে। এরপর মোর টুলস অপশনে ক্লিক করে ক্লিয়ার ব্রাউজিং ডেটা অপশন বেছে নিতে হবে। এরপর ব্রাউজিং হিস্টরি, ডাউনলোড হিস্টরি, কুকিজ এবং অন্য সাইটের ডেটা এবং ক্যাশে সিলেক্ট করতে হবে। এরপর ক্লিয়ার ডেটা অপশনে ক্লিক করতে হবে।
advertisement
আইওএস সাফারি -
যে সকল ইউজার আইওএস সাফারি ব্যবহার করেন, তাঁদের সবার প্রথমে ওপরের মেনুতে যেতে হবে। এরপর সেখান থেকে হিস্টরি অপশনে যেতে হবে। এরপর সেই টাইম ফ্রেম বেছে নিতে হবে, যে সময়ের ডেটা ইউজাররা ডিলিট করতে চান। এরপর ক্লিয়ার হিস্টরি অপশনে ক্লিক করতে হবে।
advertisement
মোজিলা ফায়ারফক্স -
ওপরের ডান দিকের কোণে থাকা হ্যামবার্গার মেনুতে ক্লিক করতে হবে। এর পর বাঁদিকের প্যানেলে থাকা গোপনীয়তা ও সুরক্ষা বিকল্প বেছে নিতে হবে। এরপর নিচে স্ক্রল করে কুকিজ এবং সাইট ডেটা অপশনে যেতে হবে। এরপর সেই বক্সে ক্লিক করতে হবে যেখানে লেখা রয়েছে ফায়ারফক্স বন্ধ হওয়ার সময় কুকিজ এবং সাইট ডেটা ডিলিট করুন। এরপর ক্লিয়ার ডেটা অপশনে ক্লিক করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Web Browser: ব্রাউজার স্লো হয়ে পড়েছে? এখনই ক্যাশে-কুকিজ ক্লিয়ার করুন, জানুন কীভাবে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement