Google Ads: সোশ্যাল মিডিয়ায় এই বিজ্ঞাপন দেখছেন না তো? ক্লিক করলেই বিপদ! সব শেষ! জানুন

Last Updated:

Google Ads: ফেসবুক, ইনস্টাগ্রামে এই সব বিজ্ঞাপন আসছে? ভুলেও ক্লিক করবেন না! তাহলেই সব শেষ! জানুন

#নয়া দিল্লি:  বর্তমানে সব সময়ই নানা প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের গুগল অ্যাড দেখা যায়। বর্তমানে এই ধরনের অ্যাডের সংখ্যা খুবই বেশি। ইউজারদের ওয়েব অ্যাকটিভিটি অনুযায়ী গুগল বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখিয়ে থাকে। এক্ষেত্রে বিভিন্ন ধরনের শপিং ওয়েবসাইট এবং প্রোডাক্ট পেজ দেখা যায়। কিন্তু বর্তমানে এর মধ্যেই বিভিন্ন ধরনের গুগল অ্যাড দেখা যাচ্ছে, যা ইউজারদের ডিভাইসের জন্য খুবই ক্ষতিকর। মাইক্রোসফটের নতুন সিকিউরিটি অ্যালার্ট অনুযায়ী, হ্যাকাররা এই ধরনের গুগল অ্যাডের মাধ্যমে ইউজারদের ক্ষতি করার চেষ্টা করছে। হ্যাকাররা এই ধরনের গুগল অ্যাডের মাধ্যমে বিভিন্ন ধরনের ফেক ওয়েবসাইট তৈরি করে ইউজারদের ডিভাইসে ক্ষতিকর ম্যালওয়ার এবং র‍্যানসামওয়ার পাঠানোর চেষ্টা করছে। এই ধরনের ক্ষতিকর র‍্যানসামওয়াটিকে Royal (DEV-0569) নামে চিহ্নিত করা হয়েছে।
মাইক্রোসফটের তরফে ইতিমধ্যেই সতর্ক করে জানিয়ে দেওয়া হয়েছে যে, এই ধরনের ক্ষতিকর ম্যালওয়ার থেকে দূরত্ব বজায় রাখার জন্য। হ্যাকাররা এই ধরনের ম্যালওয়ারের মাধ্যমে বিভিন্ন ধরনের ডিভাইস পুরোপুরি নিয়ন্ত্রণ করছে এবং সেই সকল ডিভাইসের বিভিন্ন ধরনের ডেটা চুরি করে নিচ্ছে। এর ফলে খুব সহজেই ইউজারদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ডেটা হ্যাকারদের হাতে চলে যাচ্ছে। জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে প্রায় সকলেই কিছু না কিছু সার্চ করে থাকেন। সেখানে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন প্রতিনিয়ত দেখা যায়। কিন্তু এর মধ্যেই লুকিয়ে রয়েছে বিপদ। হ্যাকাররা ফেক ওয়েবসাইট তৈরি করে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে হ্যাক করছে ইউজারদের ডিভাইস। অর্থাৎ এই ধরনের বিজ্ঞাপন থেকে এখনই সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে।
advertisement
advertisement
সারা বিশ্বেই প্রবল জনপ্রিয় সার্চ ইঞ্জিন হল গুগল। বিভিন্ন ধরনের বিষয় জানার ক্ষেত্রে প্রায় সকলেরই প্রধান ভরসা হয়ে উঠেছে গুগল। বিভিন্ন বিষয়ে সার্চ করার জন্য গুগল সকলের প্রথম পছন্দ। কারণ গুগলে নির্ভুল এবং সঠিক তথ্য পাওয়া যায়। গুগলের তরফে এই সকল সার্চে আসা সাইটের মধ্যে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখানো হয়। ইউজারদের সার্চ অনুযায়ী এবং তাঁদের অ্যাকটিভিটি অনুযায়ী গুগল অ্যাড দেখানো হয়। এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এবং শপিং ওয়েবসাইটের বিজ্ঞাপন দেখা যায়। গুগলের জনপ্রিয়তার কারণে হ্যাকারদের নজর এবার এর উপরে। কারণ বিশ্বের প্রায় সকলেই ব্যবহার করে থাকে গুগল। এর ফলে খুব সহজেই হ্যাক করা সম্ভব বিভিন্ন ডিভাইস। হ্যাকাররা ফেক ওয়েবসাইট তৈরি করে গুগলে এই ধরনের বিজ্ঞাপন দেখিয়ে ইউজারদের ক্ষতি করার চেষ্টা করছে। ইউজাররা এই ধরনের বিজ্ঞাপনে ক্লিক করলেই তাঁদের অজান্তেই হ্যাক হয়ে যাচ্ছে ডিভাইস। অতএব, সতর্ক থাকা দরকার বইকি!
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Google Ads: সোশ্যাল মিডিয়ায় এই বিজ্ঞাপন দেখছেন না তো? ক্লিক করলেই বিপদ! সব শেষ! জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement