Smartwatch Wear OS 3.0 by Google: ব্যবহার হতে চলেছে গুগলের স্মার্টওয়াচে; এক নজরে দেখে নিন গুগলের নতুন ওএস ৩!
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
গুগল প্ল্যাটফর্মের এটি একটি বিশাল বড় আপডেট হতে চলেছে। মনে করা হচ্ছে এই বছরের শেষের দিকেই এই লেটেস্ট এডিশনের অপারেটিং সিস্টেম হল ওএস ৩ যুক্ত স্মার্টওয়াচ বাজারে চলে আসতে পারে।
#নয়াদিল্লি: গুগলের (Google) স্মার্টওয়াচের লেটেস্ট এডিশনের অপারেটিং সিস্টেম হল ওএস ৩ (OS 3)। গুগলের স্মার্টওয়াচে ব্যবহার করা হতে চলেছে এই লেটেস্ট এডিশনের অপারেটিং সিস্টেম হল ওএস ৩। গুগল প্ল্যাটফর্মের এটি একটি বিশাল বড় আপডেট হতে চলেছে। মনে করা হচ্ছে এই বছরের শেষের দিকেই এই লেটেস্ট এডিশনের অপারেটিং সিস্টেম হল ওএস ৩ যুক্ত স্মার্টওয়াচ বাজারে চলে আসতে পারে।
গুগল এবং স্যামসাং (Samsung) যৌথভাবে নিয়ে আসতে চলেছে এই নতুন অপারেটিং সিস্টেম ওএস ৩। লেটেস্ট এই এডিশনে বিভিন্ন ধরনের পরিবর্তন করা হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ হল এই যে এর মাধ্যমে নিজেদের স্মার্টওয়াচ আপডেট করা যাবে।
বর্তমানে বাজারে যে বিভিন্ন ধরনের স্মার্টওয়াচ রয়েছে, তার মধ্যে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৩১০০ চিপ। এর ফলে সেই সকল স্মার্টওয়াচ আপডেট করা সম্ভব নয়। কিন্তু যে সকল স্মার্টওয়াচে স্ন্যাপড্রাগন ৪১০০ এসওসি চিপ রয়েছে, সেই সকল স্মার্টওয়াচ আপডেট করা সম্ভব।
advertisement
advertisement
আরও পড়ুন : তথ্য থাক ব্যক্তিগত, এক নজরে দেখে নিন আইফোনে মেসেজ লুকিয়ে রাখার উপায়
এবার এই ধরনের লেটেস্ট স্মার্টওয়াচের জন্য নিয়ে আসা হচ্ছে লেটেস্ট এডিশনের অপারেটিং সিস্টেম। গুগলের স্মার্টওয়াচে ব্যবহার করা হতে চলেছে এই লেটেস্ট এডিশনের অপারেটিং সিস্টেম ওএস ৩। এর ফলে খুব সহজেই এই ধরনের লেটেস্ট এডিশনের অপারেটিং সিস্টেম যুক্ত স্মার্টফোন আপডেট করা সম্ভব হবে।
advertisement
আরও পড়ুন : ইউক্রেনের ওপরে সাইবার অ্যাটাক করতে পারে রাশিয়া; অভিযোগ আমেরিকা-ব্রিটেনের
টেকনিকালি বর্তমানে বাজারে এই লেটেস্ট এডিশনের অপারেটিং সিস্টেম ওএস ৩-এর একটি স্মার্টওয়াচে রয়েছে। Samsung Galaxy Watch 4-এ ব্যবহার করা হয়েছে গুগলের এই লেটেস্ট এডিশনের অপারেটিং সিস্টেম ওএস ৩। স্যামসাং হল এই লেটেস্ট এডিশনের অপারেটিং সিস্টেম ওএস ৩ লঞ্চ করার এক্সক্লুসিভ পার্টনার। এর জন্য Samsung Galaxy Watch 4-এ ব্যবহার করা হয়েছে গুগলের এই লেটেস্ট এডিশনের অপারেটিং সিস্টেম ওএস ৩। ২০২১ সালের অগাস্ট মাস থেকেই বাজারে পাওয়া যাচ্ছে এই স্মার্টওয়াচ Samsung Galaxy Watch 4। এখন গুগলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে এই লেটেস্ট এডিশনের অপারেটিং সিস্টেম ওএস ৩ তে আপডেট করা সম্ভব। বর্তমানে বাজারে কয়েকটি স্মার্টওয়াচ রয়েছে যাতে সাপোর্ট করবে এই লেটেস্ট এডিশনের অপারেটিং সিস্টেম ওএস ৩ এর আপডেট। এক নজরে দেখে নেওয়া যাক সেই সব স্মার্টওয়াচের তালিকা-
advertisement
১ - TicWatch Pro 3 GPS/LTE
২ - TicWatch Pro 3 Ultra
৩- TicWatch E3
৪ - Fossil Gen 6
৫ - Micheal Kors Gen 6
৬ - Skagen Falster Gen 6
Location :
First Published :
February 23, 2022 10:30 PM IST