Ukraine Cyberattacks: ইউক্রেনের ওপরে সাইবার অ্যাটাক করতে পারে রাশিয়া; অভিযোগ আমেরিকা-ব্রিটেনের

Last Updated:

US, Britain Accuse Russia of Cyberattacks Targeting Ukraine | মঙ্গলবার ইউক্রেনের গুরুত্বপূর্ণ বিভিন্ন দফতরের অনলাইন কাজে বিঘ্ন ঘটে।

#ওয়াশিংটন: হোয়াইট হাউজ থেকে শুক্রবারই অভিযোগ জানানো হয় যে রাশিয়া সাইবার অ্যাটাক করতে পারে ইউক্রেনের ওপরে। আমেরিকার তরফে অভিযোগ করা হয়েছে যে চলতি সপ্তাহেই ইউক্রেনের ওপরে সাইবার অ্যাটাক করতে পারে রাশিয়া। ইউক্রেনের ডিফেন্স মিনিস্ট্রি, গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক এবং বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দফতরে সাইবার অ্যাটাক চালাতে পারে রাশিয়া। এই বিষয়ে ইউক্রেনকে সতর্ক করে দেওয়া হয়েছে আমেরিকার তরফে। জো বাইডেন (Joe Biden) সরকারের সাইবার এবং এমার্জিং টেকনোলজিসের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অ্যানে নিউবার্গার (Anne Neuberger) জানিয়েছেন যে, রাশিয়া যে ইউক্রেনের ওপরে এই ধরনের অ্যাটাক করতে পারে, এই বিষয়ে আমেরিকা বিভিন্ন ধরনের লিঙ্ক খুঁজে পেয়েছে। মঙ্গলবার ইউক্রেনের গুরুত্বপূর্ণ বিভিন্ন দফতরের অনলাইন কাজে বিঘ্ন ঘটে। মনে করা হচ্ছে রাশিয়া সাইবার অ্যাটাক চালিয়েছে ইউক্রেনের ওপরে।
সম্প্রতি আমেরিকার সঙ্গে ব্রিটেনও একই অভিযোগ জানিয়েছে রাশিয়ার বিরুদ্ধে। একই সঙ্গে ব্রিটেনের পক্ষে জানানো হয়েছে যে, জিআরইউ মিলিটারি ইন্টেলিজেন্স এজেন্সি বিভিন্ন ধরনের সাইবার অ্যাটাক এবং সার্ভিস অ্যাটাকের মাধ্যমে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ঝামেলা আরও বাড়িয়ে তুলতে চাইছে। অনেকদিন ধরেই রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে একটু যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়ে রয়েছে। এই সময়ে বিভিন্ন ধরনের অ্যাটাক ঘটিয়ে এই সমস্যা আরও বাড়িয়ে তোলার চেষ্টা করা হচ্ছে।
advertisement
advertisement
আমেরিকার এমার্জিং টেকনোলজিসের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অ্যানে নিউবার্গার জানিয়েছেন যে, ইউক্রেনে কয়েকদিন ধরেই বিভিন্ন ধরনের সরকারি ওয়েবসাইটে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে। একই সঙ্গে ইউক্রেনের গুরুত্বপূর্ণ ব্যাঙ্কগুলোতেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছে। সাইবার অ্যাটাকের ফলে এই ধরনের সমস্যার সৃষ্টি করা হতে পারে। এর জন্য ইউক্রেনে কয়েকদিন ধরে সরকারি বিভিন্ন দফতরের কাজ এবং গুরুত্বপূর্ণ ব্যাঙ্কের কাজ অফলাইনেই করা হচ্ছে। কিন্তু অ্যানে নিউবার্গার জানিয়েছেন যে, ইউক্রেন নিজেই এই ধরনের সমস্যার দ্রুত সমাধান করে ফেলার জন্য প্রস্তুত। খুব তাড়াতাড়ি ইউক্রেন আগের ছন্দে ফিরে যাবে।
advertisement
ইউক্রেনের সরকারি মুখপাত্র এই বিষয়ে জানিয়েছেন, "মঙ্গলবারের অ্যাটাক আমাদের দেশের ইতিহাসে সবথেকে একটি খারাপ দিন। এই দিনটি দেশের কালো দিন হিসাবে স্মরণীয় হয়ে থাকবে। দেশের বিভিন্ন সরকারি অফিসিয়াল ওয়েবসাইট কাজ করা বন্ধ করে দেয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের ওয়েবসাইট কাজ করা বন্ধ করে দেয় এবং একই সঙ্গে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাঙ্কের ওয়েবসাইটও কাজ করা বন্ধ করে দেয়। এর ফলে দেশের মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।"
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Ukraine Cyberattacks: ইউক্রেনের ওপরে সাইবার অ্যাটাক করতে পারে রাশিয়া; অভিযোগ আমেরিকা-ব্রিটেনের
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement