শীতে কোনও রোগ ঘেঁষতে পারবে না, ঠান্ডায় আপনি থাকবেন 'হট'! ঘর-রান্নাঘর-অফিসে ঠান্ডা ঘেঁষতে পারবে না

Last Updated:

ঘরে ঢুকলেই মনে হবে, আহ, শান্তি। উষ্ণ বাতাসে শরীর, মন জুড়িয়ে যাবে।

News18
News18
কলকাতা: শীতে জুবুথুবু অবস্থা। দরজা-জানলা বন্ধ করেও ঠান্ডা যেন বাগ মানছে না। বেরতেই ইচ্ছে করছে না লেপের তলা থেকে। এমন হলে কাজকর্ম চলবে কী করে! এই সময় চাই শীতের গ্যাজেট। বাড়ি হবে উষ্ণ, আরামদায়ক। ঠান্ডা কাছে ঘেঁষতে পারবে না।
রুম হিটার: ঘরে ঢুকলেই মনে হবে, আহ, শান্তি। উষ্ণ বাতাসে শরীর, মন জুড়িয়ে যাবে। এটাই রুম হিটারের জাদু। একা থাকলে অয়েল ফিলড রেডিয়েটর বা ফ্যান হিটার ব্যবহার করা যায়। একজনের জন্য যথেষ্ট। বড় ঘর বা অনেকের জন্য চাইলে বড় রুম হিটার কিনতে হবে।
ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট: শীতে লেপ-কম্বলও ঠান্ডা হয়ে যায়। গরম হতে সময় লাগে। লেপ গায়ে টানতেই যদি ছ্যাঁক করে ওঠে তাহলে তো চিত্তির। এ থেকে মুক্তি দিতে পারে ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট। এটা খুব গরম নয়, আবার খুব ঠান্ডাও নয়, একদম পারফেক্ট।
advertisement
advertisement
হিউমিডিফায়ার্স: শীতকালের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ডিভাইস। এই সময় ত্বকের যত্ন নেওয়াটাও জরুরি। নাহলেই ফুটিফাটা অবস্থা হবে। সঙ্গে গাল, গলায় চুলকানি, নাক বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা। এখানেই কাজে লাগে হিউমিডিফায়ার্স। ঘরের ভিতরের আর্দ্রতাকে নিয়ন্ত্রণে রাখে। ফলে ত্বক হাইড্রেটেড থাকে।
advertisement
রান্নাঘরের গ্যাজেট: কনকনে ঠান্ডার মধ্যে যাঁদের নিত্য রান্নাবান্না করতে হয় তাঁরা জানেন এর কষ্ট। প্লেট, বাসন ধোয়ামাজা করতে গিয়ে হাত যেন অসাড় হয়ে যায়। চিন্তা নেই। রান্নাঘরেরও গ্যাজেট রয়েছে।
কিচেন গিজার: শীতকালে জল গরম করতে করতেই অর্ধেক সময় চলে যায়। মুশকিল আসান কিচেন গিজার। রান্না এবং ধোয়ামাজার গরম জল মিলতে এতে। সময়, পরিশ্রম দুটোই বাঁচবে।
advertisement
ইলেকট্রিক কেটল এবং কফি মেকার: এই গ্যাজেটগুলোতেই জল গরম হবে। তৈরি হবে চা, কফি, স্যুপ। রান্নাঘরে আর বেশিক্ষণ থাকতে হবে না। কাজ হবে নিমেষে।
স্লো কুকার এবং টোস্টার ওভেন: নামে স্লো হলেও কাজ হয় ঝটপট। স্যুপ, স্টু এবং টোস্টের জন্য স্লো কুকার এবং টোস্টার ওভেন আদর্শ।
advertisement
অফিসের গ্যাজেট: অনেকে ভাবেন, শীতকালে ঘরে বসে কাজ করাই ভাল। লেপের আরাম, হাত বাড়ালেই চা-কফি। অফিসও ঘরের মতো বানিয়ে ফেলা যায়। সেরকম গ্যাজেটও রয়েছে।
কমপ্যাক্ট ডেস্ক হিটার: ডেস্কের জন্য একদম উপযুক্ত। আকারে ছোট। খুব বেশি জায়গা লাগে না। কিন্তু গরম হয় ভালই।
হিটেড কুশন এবং প্যাড: অফিসে দীর্ঘ সময় চেয়ারে বসে থাকতে হয়। হিটেড কুশন কোমর এবং সিট গরম রাখে। পেশি শিথিল থাকে। দীর্ঘক্ষণ কাজ করতেও অসুবিধা হয় না।
advertisement
ইউএসবি গ্যাজেট: ইউএসবি পাওয়ারড হিটেড মাউস প্যাড এবং ফুটরেস্টও দারুণ। একেবারে ডেস্ক সেটআপ। শরীর গরম থাকতে সাহায্য করে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
শীতে কোনও রোগ ঘেঁষতে পারবে না, ঠান্ডায় আপনি থাকবেন 'হট'! ঘর-রান্নাঘর-অফিসে ঠান্ডা ঘেঁষতে পারবে না
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement