শীতে গরম বিছানা! শুয়ে পড়লেই শরীরে আরাম, এই ঠাণ্ডায় ২টি আরামদায়ক বিছানার হাতছানি, জেনে কিনে নিন

Last Updated:

তবে এখন এসে গিয়েছে ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট অথবা হিটেড ম্যাট্রেস প্যাডের মতো দারুণ সমাধান। উন্নত প্রযুক্তির আধুনিক এই ডিভাইস একটি বোতাম টিপলেই চালু হয়ে যাবে। 

News18
News18
কলকাতা: শীতের দিনে বিছানায় শুয়েও যেন আরাম হয় না। কারণ বিছানাটা যেন বরফ-ঠান্ডা হয়ে থাকে। যার জেরে ঘুমোনো যায় না। একের পর এক লেপ-তোষক সাজিয়ে ব্যবহার করেও লাভ হয় না। তবে এখন এসে গিয়েছে ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট অথবা হিটেড ম্যাট্রেস প্যাডের মতো দারুণ সমাধান। উন্নত প্রযুক্তির আধুনিক এই ডিভাইস একটি বোতাম টিপলেই চালু হয়ে যাবে।
ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট কীভাবে কাজ করে?
ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটের কেন্দ্রস্থলে থাকে তাপমাত্রা নিয়ন্ত্রণের ইউনিট। ব্ল্যাঙ্কেট আর পাওয়ার আউটলেটের মধ্যেই থাকে এই ইউনিটটি। আসলে এই ব্ল্যাঙ্কেটে থাকে বিল্ট-ইন হিটিং এলিমেন্ট। এর মধ্যে অন্যতম হল ইনস্যুলেটেড তার। তাই বিদ্যুৎ সংযোগ করা হলে এই উপাদানগুলি গরম হতে থাকে, ফলে বিছানাও গরম হয়।
advertisement
ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটকে প্রি-হিট করে তা ব্যবহার করা যেতে পারে। সঠিক ভাবে ব্যবহার করা হলে ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট নিরাপদ। তবে ঝুঁকি কমাতে এটি ব্যবহার করা চলবে না শিশু, গর্ভবতী মহিলা এবং ডায়াবেটিস রোগীদের।
advertisement
হিটিং ম্যাট্রেস প্যাড কীভাবে কাজ করে?
হিটিং ম্যাট্রেস প্যাড ম্যাট্রেসের উপর সাধারণ ভাবেই চেপে বসে। যা সারা রাত ধরে গরম রাখে। এই ধরনের কিছু কিছু ম্যাট্রেসে হিটিং এলিমেন্ট হিসেবে ব্যবহার করা হয় জল। গরম জলের হালকা প্রবাহ বিছানাকে গরম রাখে। এটা বিদ্যুৎও সাশ্রয় করে। এই জল আবারও গরম করে পুনঃসঞ্চালন করা হয়। এটাও ভীষণ নিরাপদ। এর মধ্যে অটো শাট-অফ টাইমার এবং তাপমাত্রার স্তর নজরে রাখার জন্য টেকনোলজি ব্যবহার করা হয়েছে।
advertisement
ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট বনাম হিটিং ম্যাট্রেস প্যাড:
১. হিটিং পারফরম্যান্সের দিকে তাকালে দেখা যাবে যে, ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট দ্রুত গরম হয়। যা ঠান্ডা থেকে নিষ্কৃতি দেয় তাড়াতাড়ি। অন্যদিকে হিটিং ম্যাট্রেস প্যাড গরম হতে একটু বেশিই সময় লাগে। তবে দীর্ঘক্ষণ ধরে বিছানা গরম রাখতে সাহায্য করে।
২. ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট সাধারণত পাতলা, নরম উপাদান দিয়ে তৈরি। এর মধ্যে অন্যতম হল ফ্লিস অথবা মাইক্রোফাইবার। যা আরামদায়ক। তবে এর মধ্যে থাকা তারের কারণে ঘুমের সমস্যা হতে পারে। অন্যদিকে হিটেড ম্যাট্রেস প্যাডে থাকে আরও কুশনিং এফেক্ট। এগুলি মোটা ধরনের। বিছানায় আরামে ঘুমোনো যায়।
advertisement
৩. এনার্জি এফিশিয়েন্সির দিক থেকে দেখতে গেলে স্বল্প মেয়াদের জন্য অথবা কখনও কখনও ব্যবহারের জন্য ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট বেশি এনার্জি-এফিশিয়েন্ট। তবে হিটেড ম্যাট্রেস প্যাডে একটু বেশিই বিদ্যুৎ অপচয় হয়। তবে দীর্ঘ ব্যবহারের জন্য এটিই ভাল অপশন।
৪. ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট পোর্টেবল। হালকা ওজনের হওয়ায় যে কোনও জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। তবে হিটেড ম্যাট্রেস প্যাড পোর্টেবল নয়।
advertisement
৫. দামের দিক থেকে দেখতে গেলে ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট দামে বেশ সস্তা। অন্যদিকে হিটেড ম্যাট্রেস প্যাডের প্রাথমিক খরচ একটু বেশিই। তবে শীতপ্রধান জায়গায় হিটেড ম্যাট্রেস প্যাডও ব্যবহারের জন্য ভাল।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
শীতে গরম বিছানা! শুয়ে পড়লেই শরীরে আরাম, এই ঠাণ্ডায় ২টি আরামদায়ক বিছানার হাতছানি, জেনে কিনে নিন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement