Vivo X90 vs Vivo X80: বিক্রি শুরু কদিন পরেই! তা, Vivo X80-র চেয়ে কতটা আলাদা Vivo X90? জানুন এক ঝলকে!

Last Updated:

ফোনটির সেল ৫ মে থেকে শুরু হবে, যা জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart এবং Vivo India থেকে কেনা যাবে।

বিক্রি শুরু কদিন পরেই! তা, Vivo X80-র চেয়ে কতটা আলাদা Vivo X90? জানুন এক ঝলকে!
বিক্রি শুরু কদিন পরেই! তা, Vivo X80-র চেয়ে কতটা আলাদা Vivo X90? জানুন এক ঝলকে!
জনপ্রিয় মোবাইল কোম্পানি Vivo ভারতে একটার পর একটা ফোন লঞ্চ করে চলেছে। ভারতের বাজারে Vivo কোম্পানির বিভিন্ন দামের বিভিন্ন ধরনের ফোন রয়েছে। ইতিমধ্যেই Vivo ভারতের বাজারে তাদের দুটি ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করেছে।
ভারতের বাজারে Vivo কোম্পানির লঞ্চ করা সেই দুটি ফোন হল Vivo X90 এবং Vivo X90 Pro। এই দুটি ফোনেই MediaTek Dimension ৯২০০ ব্যবহার করা হয়েছে। এর আগে Vivo কোম্পানি ২০২২ সালে Vivo X80 চালু করেছিল। ফোনটির সেল ৫ মে থেকে শুরু হবে, যা জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart এবং Vivo India থেকে কেনা যাবে।
advertisement
advertisement
Vivo X90-এর ৮ GB RAM এবং ২৫৬ GB স্টোরেজের দাম ৫৯,৯৯৯ টাকা এবং ১২ GB RAM এবং ২৫৬ GB স্টোরেজের দাম ৬৩,৯৯৯ টাকা। Vivo X80-এর ৮ GB+ ১২৮ GB মডেল ৫৪,৯৯৯ টাকা প্রারম্ভিক মূল্যে উপলব্ধ, যেখানে ১২ GB+২৫৬ GB ভ্যারিয়েন্টের দাম ৫৯,৯৯৯ টাকা।
Vivo X90 ফোনে ব্যবহার করা হয়েছে একটি ৬.৭৮ ইঞ্চির আল্ট্রা-ভিশন আই প্রোটেকশন স্ক্রিন সহ প্রফেশনাল গ্রেড আই প্রোটেকশন। ফোনটি ১২০ Hz রিফ্রেশ রেট যুক্ত। অন্য দিকে, Vivo X80 ফোনে ব্যবহার করা হয়েছে একটি ৬.৭৮ ইঞ্চির E5 AMOLED প্যানেল, ১০৮০ x ২৪০০ পিক্সেল রেজোলিউশন এবং ১২০ Hz রিফ্রেশ রেট সহ FHD+ স্ক্রিন।
advertisement
প্রসেসর -
Vivo X90 ফোনে রয়েছে MediaTek Dimensity ৯২০০ চিপসেট। অন্য দিকে, বিগত বছরের মডেল Vivo X80 ফোনে Mediatek Dimensity ৯০০০ চিপসেট পাওয়া যাচ্ছে। Vivo X90 ফোন Android 13 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে Funtouch OS13-এ কাজ করে এবং Vivo X80 ফোন Android 12 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে Funtouch OS 12-এ চলে।
advertisement
ক্যামেরা -
Vivo X90 ফোনে ব্যবহার করা হয়েছে Sony IMX866 সেন্সর সহ ৫০ মেগাপিক্সেলের VCS ট্রু কালার মেন ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা। এই ফোনটিতে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
advertisement
অন্য দিকে, Vivo X80 ফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যাতে রয়েছে f/1.75 অ্যাপারচার এবং OIS সহ একটি ৫০ মেগাপিক্সেলের Sony IMX866 প্রাথমিক সেন্সর, একটি ১২ মেগাপিক্সেলের Sony IMX663 আল্ট্রা-ওয়াইড শ্যুটার এবং একটি ১২ মেগাপিক্সেলের ক্যামেরা ৫০এমএম - ২০এমএম অ্যাপারচার-সহ। এই ফোনটিতে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও রয়েছে।
Vivo X90 ফোনে রয়েছে ৫০W ওয়্যারলেস ফ্ল্যাশচার্জ সহ একটি ৪৮১০mAh ব্যাটারি। অন্য দিকে, Vivo X80 ফোনে রয়েছে একটি ৪৫০০ mAh ব্যাটারি রয়েছে, যা ৮০ W দ্রুত চার্জিং সাপোর্ট করে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Vivo X90 vs Vivo X80: বিক্রি শুরু কদিন পরেই! তা, Vivo X80-র চেয়ে কতটা আলাদা Vivo X90? জানুন এক ঝলকে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement