Fastrack Revoltt FS1 Pro: স্ক্রিন সবচেয়ে বড়, স্পোর্টস মোড ১১০-এরও বেশি! দেশে এল Fastrack Revoltt FS1 Pro স্মার্টওয়াচ!

Last Updated:
দেখে নেওয়া যাক জনপ্রিয় এই ব্র্যান্ড Fastrack-এর Fastrack Revoltt FS1 Pro স্মার্টওয়াচের সমস্ত খুঁটিনাটি।
1/6
সম্প্রতি ভারতের বাজারে জনপ্রিয় কোম্পানি Fastrack তাদের Fastrack Revoltt FS1 Pro স্মার্টওয়াচ লঞ্চ করেছে। এটি Fastrack কোম্পানির এখনও পর্যন্ত সর্বশেষ স্মার্টওয়াচ। Fastrack Revoltt FS1 Pro ঘড়িটিতে একটি ১.৯৬ ইঞ্চির AMOLED আর্চড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এছাড়াও Fastrack Revoltt FS1 Pro ঘড়িতে ব্লুটুথ কলিং এবং ১১০টিরও বেশি স্পোর্টস মোড দেওয়া হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক জনপ্রিয় এই ব্র্যান্ড Fastrack-এর Fastrack Revoltt FS1 Pro স্মার্টওয়াচের সমস্ত খুঁটিনাটি।
সম্প্রতি ভারতের বাজারে জনপ্রিয় কোম্পানি Fastrack তাদের Fastrack Revoltt FS1 Pro স্মার্টওয়াচ লঞ্চ করেছে। এটি Fastrack কোম্পানির এখনও পর্যন্ত সর্বশেষ স্মার্টওয়াচ। Fastrack Revoltt FS1 Pro ঘড়িটিতে একটি ১.৯৬ ইঞ্চির AMOLED আর্চড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এছাড়াও Fastrack Revoltt FS1 Pro ঘড়িতে ব্লুটুথ কলিং এবং ১১০টিরও বেশি স্পোর্টস মোড দেওয়া হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক জনপ্রিয় এই ব্র্যান্ড Fastrack-এর Fastrack Revoltt FS1 Pro স্মার্টওয়াচের সমস্ত খুঁটিনাটি।
advertisement
2/6
জানা গিয়েছে যে, Fastrack Revoltt FS1 Pro-এর দাম ভারতে ৩৯৯৫ টাকা রাখা হয়েছে। ২৭ এপ্রিল থেকে জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টের মাধ্যমে Fastrack Revoltt FS1 Pro ঘড়ি বিক্রি করা শুরু হবে। Fastrack Revoltt FS1 Pro ঘড়িটি কালো, নীল এবং টিল রঙের বিকল্পে লঞ্চ করা হয়েছে।
জানা গিয়েছে যে, Fastrack Revoltt FS1 Pro-এর দাম ভারতে ৩৯৯৫ টাকা রাখা হয়েছে। ২৭ এপ্রিল থেকে জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টের মাধ্যমে Fastrack Revoltt FS1 Pro ঘড়ি বিক্রি করা শুরু হবে। Fastrack Revoltt FS1 Pro ঘড়িটি কালো, নীল এবং টিল রঙের বিকল্পে লঞ্চ করা হয়েছে।
advertisement
3/6
Fastrack Revoltt FS1 Pro-এর ফিচার সম্পর্কে কথা বললে বলতে হয় যে এতে ৪১০ X ৫০২ পিক্সেল রেজোলিউশন ব্যবহার করা হয়েছে। Fastrack Revoltt FS1 Pro ঘড়িতে ১.৯৬ ইঞ্চি সুপার অ্যামোলেড আর্চড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে Fastrack Revoltt FS1 Pro ঘড়িতে ২০০টিরও বেশি ওয়াচ ফেস দেওয়া হয়েছে।
Fastrack Revoltt FS1 Pro-এর ফিচার সম্পর্কে কথা বললে বলতে হয় যে এতে ৪১০ X ৫০২ পিক্সেল রেজোলিউশন ব্যবহার করা হয়েছে। Fastrack Revoltt FS1 Pro ঘড়িতে ১.৯৬ ইঞ্চি সুপার অ্যামোলেড আর্চড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে Fastrack Revoltt FS1 Pro ঘড়িতে ২০০টিরও বেশি ওয়াচ ফেস দেওয়া হয়েছে।
advertisement
4/6
ফিটনেসের কথা মাথায় রেখে Fastrack Revoltt FS1 Pro ঘড়িতে ১১০-এর বেশি স্পোর্টস মোডও দেওয়া হয়েছে এতে। একই সঙ্গে স্বাস্থ্যের জন্য, এতে স্ট্রেস মনিটরিং, অটো স্লিপ ট্র্যাকিং এবং ২৪x৭ হার্ট রেট পর্যবেক্ষণের মতো ফিচার দেওয়া হয়েছে।
ফিটনেসের কথা মাথায় রেখে Fastrack Revoltt FS1 Pro ঘড়িতে ১১০-এর বেশি স্পোর্টস মোডও দেওয়া হয়েছে এতে। একই সঙ্গে স্বাস্থ্যের জন্য, এতে স্ট্রেস মনিটরিং, অটো স্লিপ ট্র্যাকিং এবং ২৪x৭ হার্ট রেট পর্যবেক্ষণের মতো ফিচার দেওয়া হয়েছে।
advertisement
5/6
সিঙ্গল সিঙ্ক ব্লুটুথ কলিংও এই নতুন ঘড়িতে ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে এতে ২.৫X নাইট্রোফাস্ট চার্জিং সাপোর্টও দেওয়া হয়েছে। এর সাহায্যে এই ঘড়িটি মাত্র ১০ মিনিট চার্জ দিলেই সারাদিন চালানো যাবে।
সিঙ্গল সিঙ্ক ব্লুটুথ কলিংও এই নতুন ঘড়িতে ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে এতে ২.৫X নাইট্রোফাস্ট চার্জিং সাপোর্টও দেওয়া হয়েছে। এর সাহায্যে এই ঘড়িটি মাত্র ১০ মিনিট চার্জ দিলেই সারাদিন চালানো যাবে।
advertisement
6/6
এই সব ছাড়াও, স্মার্ট নোটিফিকেশন এবং এআই ভয়েস অ্যাসিস্ট্যান্টও এতে যুক্ত করা হয়েছে। এটিতে ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP৬৮ রেটিং রয়েছে।
এই সব ছাড়াও, স্মার্ট নোটিফিকেশন এবং এআই ভয়েস অ্যাসিস্ট্যান্টও এতে যুক্ত করা হয়েছে। এটিতে ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP৬৮ রেটিং রয়েছে।
advertisement
advertisement
advertisement